Amir Khan

Amir Khan: সমুদ্রের ধারে গপাগপ ফুচকা খাচ্ছেন আমির! ছবির ঝলক মুক্তির আগেই ভাইরাল সেই ভিডিয়ো

'লাল সিং চড্ডা'-র প্রচারে বেরিয়েছেন কি না, কেউ জানেন না। আমিরকে দেখেই সমুদ্র পাড়ে মানুষের ঢল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ২২:২৫
Share:

আমিরের ফুচকা খাওয়ার ভিডিয়োও নিমেষে ভাইরাল

হালকা গোলাপি শার্টের নীচে সাদা টি-শার্ট। সপ্তাহান্তে মুম্বইয়ের জুহু সৈকতে টপাটপ ফুচকা মুখে পুরছেন আমির খান। মুখে তৃপ্তির হাসি। হাত নেড়ে কী যেন বলছেন বিক্রেতাকে। সমুদ্র-বাতাসের গর্জনে কথা শোনা না গেলেও ফুচকা যে অতি উত্তম, সেটুকু আমিরের অভিব্যক্তিতেই দিব্যি স্পষ্ট। ফুচকা বিক্রেতা খুশি হয়ে আরও একটা ফুচকা চাপিয়ে দিলেন তাঁর হাতে ধরা কাগজের বাটিতে!

আরব সাগরের তীরে সন্ধেবেলার সুন্দর এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছিলেন এক ভক্ত। 'লাল সিং চড্ডা'-র ঝলক মুক্তির আগে আমিরের ফুচকা খাওয়ার ভিডিয়োও নিমেষে ভাইরাল।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভক্তরাও ভিড় করে আছেন চারপাশে। এক মহিলা আমিরকে কিছু বললেন, আমিরও ঘাড় নাড়লেন হেসে।

শুধু তা-ই নয়, এ দিনের সন্ধ্যার একাধিক ছবিই নেট দুনিয়ায় নজর কেড়েছে। ভক্তদের সঙ্গে খুশিমনে পোজ দিতে দেখা গিয়েছে 'লগান'-এর অভিনেতাকে। আর একটি ছবিতে 'লাল সিং চড্ডা'-র পরিচালক অভয়েত চন্দনের সঙ্গেও ফ্রেম ভাগ করে নিয়েছেন 'মিস্টার পারফেকশনিস্ট'।

Advertisement

পরিচালক অভয়েত চন্দনের সঙ্গে আমির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement