Aamir Khan birthday

জন্মদিনের আগেই কেক কাটলেন আমির, শাহরুখ এবং সলমন প্রসঙ্গে কী বললেন অভিনেতা?

১৪ মার্চ শুক্রবার আমির খানের ৬০তম জন্মদিন। তার আগে মুম্বইয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কেক কাটলেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৭:০৭
Share:

জন্মদিনের এক দিন আগে বৃহস্পতিবার মুম্বইয়ে কেক কাটলেন আমির খান। ছবি: সংগৃহীত।

শুক্রবার দোল। ১৪ মার্চ আবার আমির খানের ৬০তম জন্মদিন। তার আগে বৃহস্পতিবার দুপুরে বান্দ্রার একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের উপস্থিতিতে প্রাক্‌-জন্মদিন পালন করলেন আমির। কাটলেন কেকও।

Advertisement

বৃহস্পতিবার আমিরের জন্য অপেক্ষায় ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অবশেষে আমির সেখানে উপস্থিত হন। অভিনেতার সামনের টেবিলে তখন বেশ কয়েকটি কেক রাখা। এক এক করে প্রতিটি কেকে ছুরি ছুঁইয়ে দেন অভিনেতা। আমিরের পরনে ছিল কালো টি-শার্ট এবং ডেনিম প্যান্ট, চোখে চশমা।

বুধবার রাত্রে আমিরের সঙ্গে দেখা করতে অভিনেতার বাড়িতে হাজির হন শাহরুখ খান ও সলমন খান। ভাইরাল ছবি এবং ভিডিয়োয় দেখা যায়, আমির শাহরুখ এবং সলমনকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছেন। কিন্তু তখন তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বৃহস্পতিবার আমিরকে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, তিন বন্ধু কী কথা বললেন। উত্তরে আমির হেসে বলেন, ‘‘আমরা আসলে জন্মদিন নিয়ে কোনও কথা বলিনি।’’ অভিনেতা তার পর মজা করে বলেন, ‘‘নানা বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আমরা আসলে সংবাদমাধ্যম প্রসঙ্গেই কথা বলছিলাম।’’ সে কথা সত্যি হতেও পারে। কারণ, জানা গিয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় আমির নাকি শাহরুখকে মুখ ঢেকে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

Advertisement

আমির এই মুহূর্তে তাঁর অভিনীত নতুন ছবি ‘সিতারে জ়মিন পর’-এর শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত। ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement