Aamir Khan

আমিরের জীবনে তিন নারী! এক প্রেমিকা ও দু’জন প্রাক্তন স্ত্রীকে নিয়ে কী বললেন অভিনেতা?

সর্বত্র প্রেমিকাকে সঙ্গে নিয়ে যান আমির। ষাটে পৌঁছে নতুন বান্ধবী পেয়েছেন বলেই যে বাকি দুই নারীকে ভুলে গিয়েছেন, তেমনটা নয়। তাঁর সঙ্গে কিরণ-রিনার রসায়ন কেমন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:০০
Share:

আমিরের জীবনে তিন নারী রয়েছে জীবনে কার সঙ্গে কেমন রসায়ন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

আমির খানের প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। অভিনেতা দু’টি বিবাহবিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছেন। এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে চোখে হারাচ্ছেন আমির খান। সর্বত্র প্রেমিকাকে সঙ্গে নিয়ে যান। ষাটে পৌঁছে নতুন বান্ধবী পেয়েছেন বলে বাকি দুই প্রাক্তন স্ত্রীকে ভুলে গিয়েছেন, তেমনটা নয়। তাঁর সঙ্গে এই তিন নারীর রসায়ন কেমন?

Advertisement

১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমিরের। দু’টি সন্তান রয়েছে তাঁদের। রিনা প্রসঙ্গে আমির বলেন, ‘‘আমি রিনার সঙ্গে বেড়ে উঠেছি। ১৬ বছরের দাম্পত্যজীবন আমাদের, খুব ভাল মানুষ ও। ওর প্রতি অসম্ভব শ্রদ্ধা রয়েছে।’’

২০০২ সালের রিনার সঙ্গে বিচ্ছেদ। রিনার সঙ্গে বিবাহিত থাকাকালীন কিরণের প্রেমে পড়েন আমির, এমনটাই শোনা যায়। যদিও কিরন এই গুঞ্জনে সায় দেননি। ২০০৫ সালে কিরণ ও আমির বিয়ে করেন। ২০২১ সালে বিচ্ছেদ হয় তাঁদের। কিরণ প্রসঙ্গে আমির বলেন, ‘‘২০২১ সালে স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বিচ্ছেদ হয়েছে। কিন্তু বন্ধুত্ব অটুট।’’ লম্বা সময় দাম্পত্যজীবনের পর বিচ্ছেদ আঘাত দিয়েছিল আমিরকে। তিনি সঙ্গী চেয়েছিলেন। কিন্তু তৃতীয় বার বিয়ে নিয়ে ততটা আশাবাদী ছিলেন না তিনি। আমিরের কথায়, ‘‘আমি যখন ভেবেছিলাম আমার জীবনে আর কখনও ভালবাসার মানুষ আসবে না। সেই সময়ে গৌরী আমার জীবনে অদ্ভুত শান্তি নিয়ে আসে।’’

Advertisement

সব শেষে আমিরের সংযোজন, এই তিন নারী তাঁর জীবনে গুরুত্বপূর্ণ। আমিরের কথায়, ‘‘ আমি, রিনা, কিরণ, ওদের বাবা মা, আমার পরিবার ও গৌরী --- সকলে আমরা একটা পরিবার। আমাদের সকলের মধ্যে সুসম্পর্ক রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement