Entertainment News

ছেলে আজাদকে কুস্তির প্যাঁচ শেখাচ্ছেন পর্দার মহাবীর, দেখুন ভিডিও

ইতিমধ্যেই ইতিহাসে ঢুকে পড়েছে নীতিশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’। গত ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার প্রথম তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়াটা নিঃসন্দেহে বলিউডি রেকর্ড। সৌজন্যে আমির খান। তবে শুধু আমিরই নন। সাফল্যের দাবিদার টিম দঙ্গলের বাকি সদস্যরাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ১৩:০৯
Share:

আজাদের সঙ্গে আমির। ছবি: ইউটিউবের সৌজন্যে।

ইতিমধ্যেই ইতিহাসে ঢুকে পড়েছে নীতিশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’। গত ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার প্রথম তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়াটা নিঃসন্দেহে বলিউডি রেকর্ড। সৌজন্যে আমির খান। তবে শুধু আমিরই নন। সাফল্যের দাবিদার টিম দঙ্গলের বাকি সদস্যরাও। আর সবথেকে বেশি প্রভাব সম্ভবত ছবির প্রোমোশনের।

Advertisement

আরও পড়ুন, এত কেন নামের খোঁটা, ‘তৈমুর’ নিয়ে ক্ষুব্ধ ঋষি

ফিল্মে কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে অভিনয় করেছেন আমির। কখনও অল্প বয়সের জন্য ওজন কমাতে হয়েছে। কখনও পরিণত বয়সের জন্য ওজন বাড়িয়ে করতে হয়েছে ৯০ কেজি। সব সময়ই তা প্রচারে এসেছে। শুটিং শুরু হওয়ার আগে থেকেই মিডিয়ার স্পটলাইট কেড়ে নিয়েছিল ‘দঙ্গল’। ছবি মুক্তির পরও সমান তালে চলছে প্রোমোশন। পর্দায় মহাবীর সিংহ ফোগট হয়ে উঠতে কী ভাবে ট্রেনিং করেছেন আমির এ বার ইউটিউবে মুক্তি পেল তার ভিডিও। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘বিহাইন্ড দ্য সিন’-এর কিছু দৃশ্য। যেখানে দেখা গিয়েছে আমিরের পাঁচ বছরের ছেলে আজাদকেও। ট্রেনিং করতে করতে ছেলেকেও কুস্তির প্যাঁচ শেখাচ্ছেন নায়ক। দেখুন সেই ভিডিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement