Entertainment News

ট্রোলদের হাতে আমির

বাবাকে কেন এ ভাবে অসম্মান করেছেন বলে ইরাকে প্রশ্নও ছুড়েছে অনেকে। পোশাকের দৈর্ঘ্য নিয়েও তাদের আপত্তি! তাদের এটাও জিজ্ঞাসা, কেন আমির রমজান পালন করছেন না এবং এ রকম একটি ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অর্থ কী।

Advertisement
শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০০:০০
Share:

আমির

দাদা মনসুর খানের (পরিচালক) ৬০ বছরের জন্মদিন উপলক্ষে গোটা পরিবারের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন আমির খান। সঙ্গে আছেন কিরণ রাও, আ‌জাদ রাও খান, ইরা খান-সহ অনেকেই। সম্প্রতি তার বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন আমির। সেখানে একটি ছবির জন্যই ট্রোলড হলেন তিনি। সেই ছবিতে তাঁর সঙ্গে রয়েছে ইরা (আমির এবং রিনা দত্তের মেয়ে)।

Advertisement

ছবিতে কুস্তির পোজ়ে ইরা বাবাকে মাটিতে ফেলে তাঁর উপরে চেপে বসেছেন এবং দু’জনকে দেখেই বোঝা যাচ্ছে ব্যাপারটা নিয়ে খুব মজা পাচ্ছেন তাঁরা। বাবা-মেয়ের ‘দঙ্গল মুহূর্ত’ বলে ছবিটা ভাইরালও হয়েছে সোশ্যাল মি়ডিয়ায়। কিন্তু ট্রোলরা স্বভাব মতোই তাকে আপত্তিজনক মনে করছে।

বাবাকে কেন এ ভাবে অসম্মান করেছেন বলে ইরাকে প্রশ্নও ছুড়েছে অনেকে। পোশাকের দৈর্ঘ্য নিয়েও তাদের আপত্তি! তাদের এটাও জিজ্ঞাসা, কেন আমির রমজান পালন করছেন না এবং এ রকম একটি ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অর্থ কী।

Advertisement

আমিরের পোস্ট করা ছবি

যথারীতি আমির কোনও মন্তব্য করেননি। মন্তব্য করলে তাঁকে যে বিপাকে পড়তে হয়, সেটা বছর কয়েক আগেই বুঝেছেন অভিনেতা। সে বার দেশে অসহিষ্ণুতা প্রসঙ্গে বলেছিলেন। এ বার তাঁরই ব্যক্তিস্বাধীনতা প্রশ্নের মুখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement