sitaare zameen par

সাধা লক্ষ্মী পায়ে ঠেললেন! ‘সিতারে জ়মিন পর’ মুক্তির আগে ১২০ কোটি টাকা ফেরালেন আমির

আসন্ন ছবি মুক্তির আগেই আমিরের কাছে সুযোগ ছিল ১২০ কোটি টাকা ঘরে তোলার। কিন্তু তা পত্রপাঠ বাতিল করেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১২:৪৩
Share:

কেন এমন পদক্ষেপ করলেন আমির খান? ছবি: সংগৃহীত।

গত কয়েক বছরে সে ভাবে সাফল্যের মুখ দেখেননি আমির খান। ‘লাল সিংহ চড্ঢা’র ভরাডুবির পর মানসিক ভাবে ভেঙেই পড়েছিলেন। ভেবেছিলেন, পর্দায় আর মুখ দেখাবেন না। কিন্তু অনুরাগীদের অনুরোধ ফেরাতে পারেননি। বছর খানেক আগে শুরু করেন ‘সিতারে জ়মিন পর’ ছবির শুটিং। ২০ জুন মুক্তি পাবে এই ছবি। তার আগেই আমিরের কাছে সুযোগ ছিল ১২০ কোটি টাকা ঘরে তোলার। কিন্তু তা পত্রপাঠ বাতিল করেন অভিনেতা।

Advertisement

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমির অভিনীত ‘তারে জ়মিন পর’-ছবির আঙ্গিকেই তৈরি হয়েছে এ ছবিটি। বহুল প্রশংসিত ওই ছবিতে বিশেষ ভাবে সক্ষম শিশুদের সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছিল। ছবিতে মুখ্য চরিত্র ঈশানের ছিল ডিসলেক্সিয়া। আমির অভিনয় করেছিলেন অঙ্কন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে। এ বারও সামাজিক কোনও চর্চিত সমস্যাকে নিয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।

এই ছবিটি নিয়ে এমনিতেই বাড়তি চাপ রয়েছে। একের পর এক ছবি ব্যর্থ হওয়ার পরও ১২০ কোটি টাকায় এই ছবির স্বত্ব বিক্রির প্রস্তাব পেয়েছিলেন আমির। একটি ওটিটি সংস্থার তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল, এ ছবি প্রেক্ষাগৃহের বদলে ওটিটি-তে মুক্তি পেলেই প্রযোজক পাবেন ওই বিশাল পরিমাণ অর্থ। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা।

Advertisement

আমির জানান, তিনি চান এই ছবি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন। ছবিটি হলে মুক্তির ৮ সপ্তাহ বাদে দেখা যাবে ওটিটির পর্দায়। শুধু তা-ই নয়, ইউটিউবে-ও দেখা যাবে এই ছবি। কিন্তু বিনামূল্যে নয়, ভাড়া দিতে হবে ছবিটি দেখার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement