আমিরের ‘বজরঙ্গি’ প্রেম

টুইটারে তেমন সরব নন তিনি। তেমন আবেগাপ্লুত না হলে আমির খান টুইট করেন না বলেই জানে গোটা বলিউড। সম্প্রতি সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই টুইট করলেন আমির। বিষয়— সলমন খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০০:০০
Share:

টুইটারে তেমন সরব নন তিনি। তেমন আবেগাপ্লুত না হলে আমির খান টুইট করেন না বলেই জানে গোটা বলিউড। সম্প্রতি সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই টুইট করলেন আমির। বিষয়— সলমন খান। তাঁর টুইট-বার্তায় আমির জানিয়েছেন, সলমনের সাম্প্রতিক ছবি ‘বজরঙ্গি ভাইজান’ দেখার জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না।

Advertisement

প্রসঙ্গত, গত মে মাসে যে ক’জন মাইক্রো ব্লগিং সাইটে এই ছবির ফার্স্ট-লুক উদ্বোধনে হাত লাগিয়েছিলেন, আমির তাঁদের মধ্যে অন্যতম। আসলে, ১৯৯৪ সালে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পর থেকে এই দুই খান-ভাইয়ের সম্পর্ক বেশ মধুর। সেদিক থেকে দেখলে, ‘বজরঙ্গি’-র ব্যাপারে আগ্রহী হয়ে পড়েছেন অনেকেই। টিজার, ট্রেলার, ফার্স্ট-লুক— সব কিছুকে ঘিরেই দেখা গিয়েছে উৎসাহ। ইতিমধ্যেই এই ছবির বেশ কয়েকটা গান জনপ্রিয় হয়েছে। তা হলে আমির কি তাঁর টুইট-বার্তায় গণ-উৎসাহের প্রতিনিধিত্ব করলেন? না কি এটা নিছকই ‘খান-বেরাদরি’ ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement