Entertainment News

রণবীরকে দেখলে কেন লজ্জা পায় আরাধ্যা?

এক সাক্ষাত্কারে ঐশ্বর্যা জানিয়েছিলেন, তিনি জানেন আরাধ্যা রণবীরের সামনে যেতে লজ্জা পায়। এর নেপথ্য রয়েছে একটি ঘটনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ১৪:৫২
Share:

রণবীর এবং আরাধ্যা।

বলিউডে বচ্চন পরিবারের সঙ্গে কপূর পরিবারের সম্পর্কটা বন্ধুত্বের। বংশ পরম্পরায় তেমনটাই রীতি। ফলে অভিষেক-ঐশ্বর্যার সঙ্গে রণবীরের সম্পর্ক শুধুমাত্র সহকর্মীর নয়, বন্ধুরও। কিন্তু সেই রণবীরকে দেখলেই নাকি খুব লজ্জা পায় আরাধ্যা! একেবারে তাঁর সামনে যেতেই চায় না। কিছুদিন আগেই এই রহস্য ভেদ করেছেন ঐশ্বর্যা স্বয়ং।

Advertisement

এক সাক্ষাত্কারে ঐশ্বর্যা জানিয়েছিলেন, তিনি জানেন আরাধ্যা রণবীরের সামনে যেতে লজ্জা পায়। এর নেপথ্য রয়েছে একটি ঘটনা।

একবার এক অনুষ্ঠানে রণবীরকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল আরাধ্যা। রণবীর যে জ্যাকেট এবং টুপি পরেছিলেন, তেমনই টুপি ও জ্যাকেট রয়েছে অভিষেকেরও। ফলে রণবীরকে বাবা ভেবে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছিল খুদে বচ্চন। তার পর ভুল বুঝতে পেরে নাকি লজ্জা পেয়ে গিয়েছিল।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

ঐশ্বর্যার কথায়, ‘‘আমি আরাধ্যাকে সে দিন বলেছিলাম, এটা তোমার রণবীর আঙ্কেল। রণবীর উল্টে বলেছিল, আঙ্কেল নয়। ‘আরকে’। আরাধ্যা ওকে ‘আরকে’ বলেই ডাকে। কিন্তু ভুল করে অভিষেক ভেবে জড়িয়ে ধরার পর এখনও সামনে যেতে লজ্জা পায়।’’

আরও পড়ুন, শাড়ি ছেড়ে সুইমস্যুটে দিতিপ্রিয়া!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement