Entertainment News

পাপারাত্‌জিদের হাত থেকে বন্ধুকে বাঁচাল আরাধ্যা

সম্প্রতি মুম্বইয়ে পাপারাত্‌জিদের হাত থেকে এক বন্ধুকে নাকি বাঁচিয়েছে আরাধ্যা বচ্চন। কী ভাবে জানেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ১২:৪০
Share:

আরাধ্যা বচ্চন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

পাপারাত্‌জিদের কী ভাবে সামলাতে হয়, আরাধ্যাকে সেই পাঠ দিচ্ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। সে খবর আগেই পেয়েছেন। মেয়ে কেমন শিখল, সেই প্রমাণ পাওয়া গেল সদ্য।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে পাপারাত্‌জিদের হাত থেকে এক বন্ধুকে নাকি বাঁচিয়েছে আরাধ্যা বচ্চন। কী ভাবে জানেন?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দিন কয়েক আগে মুম্বইয়ের এক রেস্তরাঁয় ডিনারে গিয়েছিল আরাধ্যা। সঙ্গে ছিলেন ঐশ্বর্যা এবং অভিষেক বচ্চন। সেই একই রেস্তরাঁয় সপরিবার ডিনারে গিয়েছিল আরাধ্যার স্কুলের এক বন্ধুও।

Advertisement

আরও পড়ুন, ২০১৮-র রেস শাহরুখ, সলমন, আমিরের মধ্যে জিতবেন কে?

কিন্তু যখনই বচ্চন পরিবার রেস্তরাঁ থেকে বেরোন, তখনই পাপারাত্‌জিরা ঘিরে ধরেন তাঁদের। ক্রমাগত ছবি তুলতে থাকেন। প্রথমে এনজয় করলেও পরে ভয় পেয়ে যায় আরাধ্যার ওই বন্ধু। তখন পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে আরাধ্যা।

আরও পড়ুন, এ কোন শাহরুখ! অবাক হলেন?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্ধু ভয় পাওয়ায় আরাধ্যাই তার দিকে এগিয়ে যায়। তাকে জড়িয়ে ধরে বলে, ভয়ের কিছু নেই। পরে হাসিমুখে ক্যামেরায় পোজও দেয় বচ্চন পরিবারের এই খুদে সদস্য।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

The gorgeous Aishwarya with family spotted tonight at restaurant in Mumbai! SHE LOOKS GORGEOUS!!!! 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 #aishwaryaraibachchan #aishwaryarai #aaradhyabachchan #abhishekbachchan 💚💚💚💚💚💚

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement