Entertainment News

ফিল্মি নন, ইনস্টাগ্রামে দেখুন পেন্টার অভয় দেওলকে

চিত্রশিল্পী নন। বরং অফবিট ফিল্মের নায়ক। তবে অভয় দেওল সব সময়ই জরা হটকে! আর এ বার এক্কেবারে অন্য অবতারে! ইনস্টাগ্রামে অভিষেক করলেন। তবে শুরুতেই সোজাসুজি ছক্কা হাঁকিয়ে। নিজের আঁকা ছবি পোস্ট করে কাঁপাচ্ছেন তামাম ফ্যানদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১১:০৭
Share:

চিত্রশিল্পী নন। বরং অফবিট ফিল্মের নায়ক। তবে অভয় দেওল সব সময়ই জরা হটকে! আর এ বার এক্কেবারে অন্য অবতারে! ইনস্টাগ্রামে অভিষেক করলেন। তবে শুরুতেই সোজাসুজি ছক্কা হাঁকিয়ে। নিজের আঁকা ছবি পোস্ট করে কাঁপাচ্ছেন তামাম ফ্যানদের।

Advertisement

আঁকিবুকি কাটা নয়। ক্যানভাস জুড়ে পাকা হাতের খেলা। কোথাও মেদহীন পায়ের নীচের অংশ তো কোথাও মাংসল পেশীর আস্ফালন। অভয় দেওলের আঁকা ছবিতে বিলকুল বোল্ড বলিউড! এত দিন ইনস্টাগ্রামে আসেননি কেন অভয়? প্রশ্নটা করেই ফেলুন না এ বার। তা অভয় অবশ্য সে প্রশ্নের জবাবে সরাসরি কিছু বলেননি। বরং ছবির ক্যাপশনে লিখেছেন, “ইনস্টাগ্রাম পার্টিতে ঢুকতে কিছুটা লেট হয়ে গেল।” কেন? এর উত্তরও দিয়েছেন! ক্যাপশনের পরের অংশে। “আরে! আমি তো আঁকতে ব্যস্ত ছিলাম!”

তা হঠাৎ আঁকায় মন দিলেন কেন অভয়? তবে কি এ মুহূর্তে অভয়ের হাতে কোনও ফিল্ম নেই? নিন্দুকেরা তো এমন প্রশ্ন তুলতেই পারেন। শোনা যাচ্ছে, ‘হ্যাপি ভাগ জায়েগি’র বিলাল আহমেদ থুড়ি অভয় আপাতত স্ক্রিপ্ট শোনায় মন দিয়েছেন। আর এর মাঝেই ‘সামান্য’ আঁকিবুকিও করছিলেন।

Advertisement

অভয়ের আঁকা ছবি। ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement