Abhijeet Bhattacahrya on AR Rahman

চেন্নাইয়ের স্টুডিয়োয় তিন ঘণ্টা বসিয়ে রাখেন রহমান, সুরকারকে নিয়ে আর কী ক্ষোভ অভিজিতের?

এ বার অস্কারজয়ী সুরকার এআর রহমানকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিজিৎ। তাঁর অভিযোগ রহমান নাকি পদ্ম সম্মান প্রাপ্ত শিল্পীদের সম্মান দেন না। ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৪৭
Share:

(বাঁ দিকে) এআর রহমান, অভিজিৎ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

বরাবরই স্পষ্টবক্তা হিসাবে পরিচিত গায়ক অভিজিৎ ভট্টাচার্য। নিজের স্পষ্ট কথার কারণে বিপাকেও পড়তে হয় তাঁকে। মাঝেমধ্যে অবশ্য আলটপকা মন্তব্য করে ফেলেন গায়ক। শাহরুখ খান থেকে সলমন, কেউই রেহাই পাননি অভিজিতের চাঁছাছোলা মন্তব্য থেকে। এ বার অস্কারজয়ী সুরকার এআর রহমানকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিজিৎ। তাঁর অভিযোগ রহমান নাকি পদ্ম সম্মান প্রাপ্ত শিল্পীদের সম্মান দেন না। ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখেন।

Advertisement

বলিউডে প্রায় ৬ হাজার গান গেয়েছেন অভিজিৎ। কিন্তু এ আর রহমানের সুরে একটি মাত্র গান গেয়েছেন সঙ্গীতশিল্পী। নিছক কাকতালীয় বিষয় নয়, সচেতন ভাবেই রহমানের সঙ্গে কাজ করেননি অভিজিৎ। ১৯৯৯ সালে ‘দিল হি দিল ম্যায়’ ছবিতে ‘নাজনি শুন না’ গানটি গেয়েছিলেন। সেটাই প্রথম, সেটাই শেষ। একটি সাক্ষাৎকারে রহমান প্রসঙ্গে তিনি বলেন, “নিয়মিত সময়ে কাজ করার অভ্যেস নেই ওদের। ঠিকঠাক পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত আমি। এ বার সৃজনশীলতার নামে যদি রাত্রি ৩:৩৩ নাগাদ গান রেকর্ড করতে বলে, এর অর্থ বুঝি না আমি!” অভিজিতের দাবি রহমান নাকি খ্যাতনামী সব শিল্পীদের ঘণ্টা তিনেক নীচে বেঞ্চে বসিয়ে রেখে উপর থেকে নামতেই চান না। সুরকারের চেন্নাইয়ের স্টুডিয়োয় গিয়ে এমন চিত্রই দেখেছেন তিনি।

অভিজিতের কথায়, ‘‘আমি অবাক হয়ে যাই এটা দেখে পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা সব বসে রয়েছেন। দু’ঘণ্টা পার হয়ে গেল। কখনও কখনও তিন ঘণ্টা হয়ে গিয়েছে, তবুও রহমান নীচে নামেননি।’’ রহমানের সঙ্গে এক দিন সাক্ষাৎ করতে গিয়েছিলেন অভিজিৎ। কিন্তু হোটেলে অপেক্ষা করেই সময় কেটে যায়। রহমানের দেখা নেই! সারা ক্ষণ অপেক্ষা করতে পারবেন না, তাই সকালে রেকর্ডিংয়ের পরামর্শ দেন তিনি। রাত ২টো নাগাদ স্টুডিয়োয় যাওয়ার ডাক পান অভিজিৎ। কিন্তু হোটেলে পৌঁছে দেখেন, রহমান সেখানে নেই। রহমানের সহকারী দায়িত্বে ছিলেন। তিনিই অভিজিৎকে গান গাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। নিজের গান গেয়ে বেরিয়ে আসেন অভিজিৎ। সে দিনও তিনি রহমানের দেখা পাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement