গায়ক অভিজিৎ সবন্ত। ছবি: সংগৃহীত।
চার বছর আগের কথা। রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছিলেন গায়ক অভিজিৎ সবন্ত। তার পর অনেকগুলো বছর কেটে গিয়েছে। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক। অনেক দিন সে ভাবে তাঁকে পর্দায় দেখা যায় না। সম্প্রতি অভিজিতের মন্তব্যকে ঘিরে হুলস্থুল কাণ্ড। কেন? বিয়ের পর তিনি ঠিক কী কী কীর্তি করেছেন সে কথাই নিজের মুখে স্বীকার করেছেন গায়ক। আপাতত তিনি সংসারী মানুষ। কিন্তু বিয়ের পর অনেকেই নিজেদের বাইরে একটা লক্ষ্মণরেখা টেনে দেন। তবে গায়ক এমন কোনও রেখায় বিশ্বাসী নন। তাঁর কথা খানিকটা এমনই ইঙ্গিত দেয়। কী করেছিলেন অভিজিৎ?
সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক বলেছেন, “বিয়ে করার পর আমি ডেটিং অ্যাপে বেশ কিছু মেয়ের সঙ্গে কথা বলতাম।” তাঁর এই কথা শুনে অনুরাগীরা খুবই অবাক হয়েছেন। অনেকে মেনে নিতে পারেননি বিয়ের পরেও এমনটা কেউ করতে পারেন বলে। গায়ক বলেন, “আমি তখন আমেরিকায় গিয়েছিলাম। সেখানেই আমার এক বন্ধু এই ডেটিং অ্যাপের কথা বলে। তখন কৌতূহলের বশে একটা ভুয়ো নামে অ্যাকাউন্ট খুলেছিলাম। কয়েক জন তরুণীর সঙ্গে কথাও বলতাম। এতে আমার মনে হয় না অন্যায়ের কিছু আছে।” স্ত্রী যদি জানতে পারেন, সে কথা ভেবে বিন্দুমাত্র ভয় পাননি অভিজিৎ। তাঁর বিশ্বাস, মনে সাহস থাকলেই সব করা সম্ভব। আর এ ক্ষেত্রে লুকোছাপার কিছু নেই।