Salman Khan

‘সলমনের বাড়িতে গুলি ছুড়েছিলাম, এ বার তোর পালা’, ভাইজানের পরে লরেন্সের নিশানায় কোন তারকা?

প্রাতর্ভ্রমণে বেরিয়ে হুমকি পেয়েছিলেন সলমনের বাবা সেলিম খানও। তার পরেই নিরাপত্তা জোরদার করা হয়। ‘গ্যালাক্সি’র জানলায় বসানো হয় বুলেটরোধক কাচ। এ বার সেই একই রকমের হুমকি পেলেন আর এক অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:৪৬
Share:

সলমনের পরে কে পেলেন হুমকি? ছবি: সংগৃহীত।

সলমন খান একের পর এক হুমকি পেয়েছেন লরেন্স বিশ্নোইয়ের থেকে। এমনকি তারকার বাড়ি ‘গ্যালাক্সি’ তাক করে গুলিও ছুড়েছিল তার দলের দুষ্কৃতীরা। প্রাতর্ভ্রমণে বেরিয়ে হুমকি পেয়েছিলেন সলমনের বাবা সেলিম খানও। তার পরেই নিরাপত্তা জোরদার করা হয়। ‘গ্যালাক্সি’র জানলায় বসানো হয় বুলেটরোধক কাচ। এ বার সেই একই রকমের হুমকি পেলেন অভিনেতা অভিনব শুক্লা। তাঁর দাবি, হুমকিদাতা নিজেই জানিয়েছে সে লরেন্স বিশ্নোইয়ের দলের লোক।

Advertisement

সলমন খানের বাড়িতে যেমন গুলি চালানো হয়েছিল, সেই একই কায়দায় অভিনবের বাড়িতেও গুলি চালানো হবে। এমনই হুমকি এসেছে ছোট পর্দার অভিনেতার কাছে। অভিনব তাঁর সমাজমাধ্যমে পোস্ট করে ঘটনাটি জানিয়েছেন। অঙ্কুশ গুপ্ত নামে এক ব্যক্তি অভিনবকে ইনস্টাগ্রামে ব্যক্তিগত ভাবে সেই হুমকিবার্তা পাঠান।

সেই বার্তায় লেখা ছিল, “আমি লরেন্স বিশ্নোইয়ের লোক। তোর বাড়ির ঠিকানা আমার জানা আছে। আসব নাকি? সলমন খানের বাড়িতে যেমন গুলি করেছিলাম। তোর বাড়িতেও একে ৪৭ দিয়ে তেমনই গুলি চালাব।” এই বার্তার মধ্যে একাধিক অশালীন শব্দও জুড়ে দিয়েছিলেন অঙ্কুশ নামে সেই ব্যক্তি।

Advertisement

সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনবের প্রতি দিনের চলাফেরার বিষয়ে ওয়াকিবহল বলেও জানান। নিরাপত্তারক্ষীদেরও গুলি করে হত্যা করার হুমকি দিয়েছেন। হুমকিবার্তা সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে অভিনব লেখেন, “আমার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে, এই ব্যক্তি চণ্ডীগড় বা মোহালির বাসিন্দা। যাঁরা এই ব্যক্তিকে চিনতে পারছেন, তাঁরা পদক্ষেপ করুন।”

এখানেই শেষ নয়। অভিনবের স্ত্রী রুবিনা দিলাইকও এমন হুমকিবার্তা পেয়েছেন। তবে সেই হুমকিদাতা নিজেকে ‘বিগ বস্‌’ খ্যাত আসিম রিয়াজ়ের অনুরাগী বলে দাবি করেছেন। কিছু দিন আগেই ‘ব্যাটলগ্রাউন্ড’ নামে একটি রিয়্যালিটি শো-এ আসিমের সঙ্গে তরজায় জড়িয়েছিলেন রুবিনা। রূঢ় আচরণের জন্য অনুষ্ঠান থেকে বাদ পড়তে হয় আসিমকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement