Entertainment News

ঐশ্বর্যা-অভিষেককে একসঙ্গে দেখা যাবে না!

‘গুলাব জামুন’-এ কামব্যাক নিয়ে খুবই উত্তেজিত ছিলেন অভিষেক-ঐশ্বর্যা। ঘনিষ্ঠ মহলে এই ছবির জন্য প্রস্তুতির কথাও নাকি তাঁরা বলেছিলেন। হঠাত্ই এই প্রজেক্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু কেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৫:২২
Share:

দম্পতি।

হেডলাইনটা পড়ে চমকে উঠবেন না। সত্যিই হয়তো এই মুহূর্তে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাইকে একসঙ্গে অনস্ক্রিন দেখা যাবে না। শোনা গিয়েছিল, অনুরাগ কাশ্যপের পরবর্তী প্রযোজনা ‘গুলাব জামুন’-এর হাত ধরে অনস্ক্রিন কামব্যাক হবে এই রিয়েল জুটির। কিন্তু সেই ছবি সম্ভবত করছেন না তাঁরা।

Advertisement

‘গুলাব জামুন’-এ কামব্যাক নিয়ে খুবই উত্তেজিত ছিলেন অভিষেক-ঐশ্বর্যা। ঘনিষ্ঠ মহলে এই ছবির জন্য প্রস্তুতির কথাও নাকি তাঁরা বলেছিলেন। হঠাত্ই এই প্রজেক্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু কেন?

বলিউডের বিভিন্ন সূত্রের দাবি, শুটিং শুরু করার জন্য একেবারেই তৈরি ছিলেন অভিষেক-ঐশ্বর্যা। কিন্তু তার আগে চিত্রনাট্যে কিছু বদলের পরামর্শ দিয়েছিলেন তাঁরা। অনুরাগের টিম চিত্রনাট্য বদল করতে চায়নি। সে কারণেই নাকি শেষ মুহূর্তে এই ছবি না করার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে এ নিয়ে কেউ কোনও মতামত দেননি।

Advertisement

আরও পড়ুন, ‘তোমাকে থামানো যাবে না’, রণবীরকে কেন বললেন দীপিকা?

প্রায় ন’বছর আগে ‘রাবণ’-এ শেষবার স্ক্রিন শেয়ার করেছিলেন এই জুটি। ‘গুলাব জামুন’ দিয়ে ফের কামব্যাকের সম্ভবনা তৈরি হলেও, তা এখন বিশ বাঁও জলে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement