Abhishek-Aisharwa Divorce Rumour

আমি ফিরে যাচ্ছি...., সম্পর্ক নাকি তলানিতে! অভিষেক-ঐশ্বর্যার বিয়ে কি তা হলে সত্যিই ভাঙছে?

ভাল নেই অভিষেক-ঐশ্বর্যা। সুজিত সরকারের ছবি ‘আই ওয়ান্ট টু টক’ ছবির সময় থেকেই গুঞ্জন। সেই গুঞ্জনেই কি সিলমোহর দিলেন ‘ছোটা বি’?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১১:০১
Share:

ভাল নেই ঐশ্বর্যা রাই বচ্চন-অভিষেক বচ্চন? ছবি: সংগৃহীত।

যত দিন যাচ্ছে, ততই অভিষেক বচ্চন-ঐশ্বর্যা রাই বচ্চনের দাম্পত্য যেন মস্ত ধাঁধাঁ হয়ে উঠছে! ভাল নেই তারকা দম্পতি! সুজিত সরকারের ছবি ‘আই ওয়ান্ট টু টক’ ছবির সময় থেকে এই গুঞ্জন। বিষয়টি নিয়ে ‘ছোট বি’ বা ‘বচ্চন বধূ’, মুখ খুলছেন না কেউই। ফলে, কৌতূহলের পারদ চড়েছে প্রতি দিন। এ সবের মধ্যেই সদ্য মুক্তি পেয়েছে অভিষেকের আরও একটি ছবি ‘কালিধর লাপতা’। এ বার গুঞ্জনের জবাব দিয়েছেন অমিতাভ বচ্চন-পুত্র।

Advertisement

সম্প্রতি, তিনি একান্ত সাক্ষাৎকারে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। সেখানেই তিনি বিয়ে ভাঙার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, বিচ্ছেদের প্রশ্নই নেই। তিনি সুখী সংসারেই জীবন কাটাচ্ছেন।

সুজিতের ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিষেক বিবাহবিচ্ছিন্ন ‘একাকী বাবা’র চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির প্রচারের স্বার্থেই কি তা হলে তাঁর বিয়ে ভাঙার ভুয়ো গুঞ্জন ছড়ানো হয়েছিল?

Advertisement

এই কৌতূহলের জবাব অবশ্য তাঁর কাছ থেকে মেলেনি। অভিনেতা বলেছেন, “পারিবারিক কারণে বিনোদন দুনিয়ার ভাল-মন্দ দেখতে দেখতে বড় হয়েছি। জানি, কোন কথার গুরুত্ব আছে, কোনটার নেই। সমাজমাধ্যমে যা রটেছে তাতে আমি অন্তত প্রভাবিত নই।” এই প্রসঙ্গে তিনি মা জয়া বচ্চন এবং স্ত্রী ঐশ্বর্যার উদাহরণ দিয়েছেন। অভিষেকের মতে, তাঁর জীবনে এই দুই নারী খুবই গুরুত্বপূর্ণ। এঁরা তাঁকে এ বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেন। জয়া এবং ঐশ্বর্যা কখনও বাইরের অহেতুক চর্চা, রটনা বা খবর অন্দরমহলে ঢুকতে দেন না। তাঁরাও এ সব নিয়ে মাথা ঘামান না। ফলে, অভিষেক মন দিয়ে কাজ করতে পারেন।

এ দিকে বলিউডে কানাঘুষো, অভিষেক যতই বলুন, মায়ানগরী এত সহজে ভুলছে না। বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন দীর্ঘ দিনের। তাতে ইন্ধন জুগিয়েছে, অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে অভিষেক-ঐশ্বর্যার আলাদা উপস্থিতি। পরে ঐশ্বর্যা কন্যা আরাধ্যার জন্মদিনের পার্টির ছবি ভাগ করে নেন। সেখানেও বচ্চন পরিবার অনুপস্থিত ছিলেন। দুবাইয়ের এক অনুষ্ঠানে ‘বচ্চন বধূ’র নাম শুধুই ‘ঐশ্বর্যা রাই’ হিসাবে দেখানো হয়! ‘বচ্চন’ পদবি ছিল না সেখানে। একই ভাবে, এ বছরের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যার সঙ্গে দেখা যায়নি তাঁর ‘অভি’কে।

এত গুঞ্জন ধামাচাপা দিতেই কি অভিষেক অবশেষে ময়দানে নামতে বাধ্য হলেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement