Aradhya Bachchan birthday

‘আমি ছবিতে মন দিই, ঐশ্বর্যা বাড়িতে আরাধ্যাকে দেখে’, মেয়ের জন্য সব কৃতিত্ব স্ত্রীকেই দেন অভিষেক?

দেখতে দেখতে ১৪ বছর পূর্ণ করল আরাধ্যা বচ্চন। বিনোদনজগতের আলোয় যাতে কখনও কন্যার চোখ ধাঁধিয়ে না যায়, সেই চেষ্টা সব সময়ই করেছেন অভিষেক ও ঐশ্বর্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২০:৪৯
Share:

অভিষেকের মতে, আরাধ্যা তাঁর মা ঐশ্বর্যার ছত্রছায়ায় মানুষ হচ্ছেন। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে ১৪ বছর পূর্ণ করল আরাধ্যা বচ্চন। যে কোনও অনুষ্ঠানে মা ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে দেখা যায় তাঁকে। তার বাইরে সমাজমাধ্যমে বা ছবিশিকারিদের ক্যামেরায় আলাদা করে দেখা যায় না তাঁকে। কন্যা নাকি খুবই সাদামাঠা ধরনের। আর কী কী গুণ রয়েছে তাঁর? সাক্ষাৎকারে জানান অভিষেক বচ্চন।

Advertisement

মায়ের সঙ্গগুণেই কি আজ আরাধ্যা এমন? অভিষেক এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ওর মা ওকে বিনোদনদুনিয়ার সঙ্গে খুব সহজ করে তুলেছে। খুব ভাল ভাবেই সেটা করেছে ঐশ্বর্যা। দাদু-ঠাকুমা ও মা-বাবা দু’জনেই এই জগতের মানুষ। এই বিষয়টাকে ওর সামনে বিরাট ভাবে তুলে ধরা হয়নি। খুব সাধারণ ভাবে ওর সামনে আমরা এই জগৎকে তুলে ধরেছি।”

বিনোদনজগতের আলোয় যাতে কখনও চোখ ধাঁধিয়ে না যায়, সেই চেষ্টা সব সময়েই করেছেন অভিষেক ও ঐশ্বর্যা। অভিনেতা বলেছেন, “আরাধ্যা খুবই স্বাভাবিক ভাবে বড় হয়ে ওঠা একটা বাচ্চা। এর সম্পূর্ণ কৃতিত্ব আমার স্ত্রীয়ের। তার কারণ, ওর অনুমতিতেই আমি বাইরে যাই ও ছবিতে মন দিই। আর ও আরাধ্যার খেয়াল রাখে। এটুকুই বলতে পারি, আরাধ্যা এই স্বাভাবিক ভাবে বড় হয়ে ওঠার প্রক্রিয়া উপভোগ করে।”

Advertisement

আরাধ্যা কি তাঁর বাবার অভিনয় দেখতে ভালবাসে? এই প্রশ্নের জবাবে অভিষেক বলেছিলেন, “ও সবচেয়ে ভালবাসে খেলতে, স্কুল যেতে, বন্ধুদের সঙ্গে কথা বলতে। ছবি দেখার প্রতি যে ওর বিরাট আগ্রহ, তেমন নয়।” হাসতে হাসতেই অভিষেক যোগ করেন, “আমার কোন ছবি ওর সবচেয়ে ভাল লাগে, এই প্রশ্ন করতে আমারও ভয় লাগে। কারণ, ও খুব সৎ একটা উত্তর দেবে, যা শোনার জন্য আমি প্রস্তুত নই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement