Disha Patani

দিশা পটানীর বাড়িতে গুলি-কাণ্ডে নতুন পদক্ষেপ! অভিনেত্রীর বাবাকে বিশেষ ক্ষমতা দিল প্রশাসন

দিশার বাবা পেশায় অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। গত ১২ সেপ্টেম্বর তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীরা গুলিবর্ষণ করেছিল। তার পরেই বরেলী জেলা প্রশাসনের কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৪:৪৩
Share:

দিশার বাবা জগদীশ পটানীকে দেওয়া হল বিশেষ ক্ষমতা। ছবি: সংগৃহীত।

মাস দুয়েক আগে দিশা পটানীর বাড়ির সামনে গুলি চলেছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন অভিনেত্রীর বাবা জগদীশ পটানী। দুই দুষ্কৃতীকে গুলিতে ঝাঁঝরা করেছিল যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। এ বার দিশার বাবার নিরাপত্তার জন্য আরও বড় পদক্ষেপ করা হল। তাঁকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিল বরেলী জেলা প্রশাসন।

Advertisement

দিশার বাবা পেশায় অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। গত ১২ সেপ্টেম্বর তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীরা গুলিবর্ষণ করেছিল। তার পরেই বরেলী জেলা প্রশাসনের কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি। ওই ঘটনার পরে পটানী পরিবারের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে।

বরেলীর জেলাশাসক অবনীশ সিংহ জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনার পরে দিশার বাবা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছিলেন। লাইসেন্স পাওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন জগদীশ পটানী। তার পরে তাঁকে বন্দুক ব্যবহার করার লাইসেন্স দেওয়া হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর দুষ্কৃতীদের গুলিবর্ষণ থেকে কোনওমতে রক্ষা পান দিশার বাবা। তিনি নিজেই পরে জানিয়েছিলেন, পোষ্য কুকুর সতর্ক করেছিল। না হলে গুলি তাঁর শরীরেই লাগত। তাই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হওয়ার খবর পেয়েই যোগী আদিত্যনাথের উদ্দেশে তিনি বলেছিলেন, “আমার এবং গোটা পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তিনি কথা দিয়েছিলেন, পদক্ষেপ করবেন। ওঁর তত্ত্বাবধানেই আততায়ীদের এত কম সময়ের মধ্যে শিক্ষা দেওয়া গিয়েছে।”

এই ঘটনার দায় স্বীকার করেছিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। এক জায়গায় আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একত্রবাসে থাকা মহিলাদের নিয়ে। সেই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। এমনকি, কটু ভাষাতেও তাঁকে বিঁধেছিলেন দিশার দিদি খুশবু পটানী। আরও এক আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজকে নিয়েও মন্তব্য করেছিলেন খুশবু। এর জেরেই তাঁদের বাড়ির সামনে গুলিবর্ষণ করা হয়েছিল বলে শোনা গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement