Kangana Ranaut

‘কন্যাসন্তান কেউ চায় না, বলিউডেও সবাই পুত্রসন্তান চায়’, ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনা রনৌতের

ভারতের প্রভাবশালী ও বলিউডি পরিবারগুলি আজও মনে মনে পুত্রসন্তানই চায়। পুত্রসন্তান চাওয়ার ক্ষেত্রে আর শিক্ষিত-অশিক্ষিত, উচ্চবিত্ত বা নিম্নবত্ত, সবাই এক ভাবনা পোষণ করেন বলে দাবি কঙ্গনার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৩:৪২
Share:

ফের বিতর্কে কঙ্গনা! ছবি: সংগৃহীত।

আজও কন্যাসন্তান চান না কেউ। এমনকি, শিক্ষিত ও প্রগতিশীল পরিবারও নাকি কন্যাসন্তান হলে মনে মনে অসন্তুষ্ট হন। এমনটাই মনে করেন কঙ্গনা রনৌত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা মান্ডির সাংসদ এই মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন।

Advertisement

কঙ্গনার মতে, ভারতের প্রভাবশালী ও বলিউডি পরিবারগুলি আজও মনে মনে পুত্রসন্তানই চায়। পুত্রসন্তান চাওয়ার ক্ষেত্রে শিক্ষিত-অশিক্ষিত, উচ্চবিত্ত বা নিম্নবিত্ত নির্বিশেষে সবাই একই ভাবনা পোষণ করেন বলে দাবি কঙ্গনার। তিনি বলেছেন, “এশিয়ার সমস্ত পরিবারের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। বিশেষ করে, দ্বিতীয় বার কন্যাসন্তান হলে আরও বিষয়টি বোঝা যায়। হতেই পারে, কোনও পরিবার খুবই উচ্চশিক্ষিত। তাঁরা দেখাতে চান, তাঁদের চোখে পুত্র বা কন্যা দুই-ই সমান। কিন্তু আমি বলছি, কন্যা হওয়ার পরে সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। এমনকি অভিনেতা-অভিনেত্রী এবং বড় পরিবারেও একই ছবি দেখা যায়।”

প্রথম কন্যাসন্তান হলে তাও মানিয়ে নেন সকলে। কিন্তু দ্বিতীয় কন্যাসন্তান হলেই কপালে ভাঁজ পড়ে। বড় পরিবারেই এই প্রবণতা বেশি দেখা যায় বলে মত কঙ্গনার। তাতে সহমত পোষণ করেন তাঁর এক অনুরাগী। কঙ্গনার সাক্ষাৎকারের সেই ভিডিয়ো ভাইরাল হতেই, সেখানে মন্তব্য বিভাগে ওই অনুরাগী লেখেন, “যাঁরা বেশি ধনী হন, তাঁরাই কিন্তু বেশি গোঁড়া মানসিকতার হন। আমি এক স্বচ্ছল পরিবারের দম্পতিকে চিনি। তাঁরা ব্যাঙ্কক থেকে দুবাই সর্বত্র ঘুরে প্রার্থনা করেছেন, তাঁদের যেন পুত্রসন্তান হয়। দুই কন্যাসন্তান নিয়ে তাঁরা খুবই দুঃখে ছিলেন।”

Advertisement

কঙ্গনার আর এক অনুরাগী লিখেছেন, “আসলে অর্থের সঙ্গে প্রগতিশীল ভাবনার কোনও যোগ নেই। বহু ধনী পরিবার আজও পুত্রসন্তানের জন্য মানত করে। কিন্তু বাইরে থেকে নিজেদের প্রগতিশীল দেখানোর চেষ্টা করে তারা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement