ইধিকা, রুক্মিণীর পরিবর্তে শাকিবের বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে? ছবি: সংগৃহীত।
আগামী ইদে ‘প্রিন্স’ হিসাবে দর্শকের কাছে ধরা দেবেন অভিনেতা শাকিব খান। অনেক দিন আগে থেকেই সব ঠিক রয়েছে। কিন্তু ধোঁয়াশা শুরু হয়েছিল নায়িকাকে ঘিরে। এক বার শোনা গিয়েছিল, এই ছবির জন্যও ইধিকা পালের কথা ভাবছেন নায়ক। আবার অনেকে বলেছিলেন ফোন গিয়েছে রুক্মিণী মৈত্রের কাছে। অবশেষে চূড়ান্ত হল নাম। ও পার বাংলার নায়িকার সঙ্গেই জুটি বাঁধছেন শাকিব।
এ পার বাংলার নায়িকাদের অনেককেই শাকিবের বিপরীতে দেখেছেন দর্শক। তবে এই ইদে একেবারে নতুন জুটি পেতে চলেছে ও পার বাংলার দর্শক। ‘প্রিন্স’ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। এই প্রথম বার শাকিবের সঙ্গে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই চুক্তিতে স্বাক্ষর হয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে নিজের উত্তেজনার কথা আনন্দবাজার ডট কমকে জানালেন নায়িকা।
তাসনিয়া বললেন, “বাংলাদেশে শাকিব খান মানে বড় ব্যাপার। এমন জনপ্রিয় নায়কের বিপরীতে জুটি বাঁধতে পারলে ভাল তো লাগবেই। খুব ভাল লাগছে সুযোগ পেয়ে। কাজটা মন দিয়ে করতে চাই। দর্শকের যাতে ভাল লাগে সেই চেষ্টাই করব।” কবে থেকে শুটিং শুরু হবে? তা অবশ্য এখনই জানতে পারেননি তাসনিয়া।
উল্লেখ্য, শোনা যাচ্ছে এই ছবির কিছু অংশের শুটিং হবে কলকাতাতেও। ছবির ঘোষণার সময় পরিচালক মাহমুদ এবং ছবির কার্যনির্বাহী প্রযোজক অরিন্দম দাস (বাবাই) জানিয়েছিলেন, দুর্গাপুজোর আবহে শুটিংস্থল খুঁজতে কলকাতায় চলে আসবে টিম ‘প্রিন্স’। সব ঠিক থাকলে নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা।