Vivek Oberoi

‘মরেই যেতাম সেদিন’, রাজস্থানে শুটিং করতে গিয়ে কী ভাবে প্রাণে বাঁচেন বিবেক?

কর্মজীবনের শুরুর দিকে এমন এক ঘটনা ঘটে, যেখানে প্রাণ সংশয় হয় বিবেকের। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৬:১৬
Share:

বিবেক ওবেরয়। ছবি: সংগৃহীত।

‘সাথিয়া’, ‘কোম্পানি’ ‘প্রিন্স’, ‘মস্তি’— একের পর এক সফল ছবি। তবুও দীর্ঘ দিন বলিউড থেকে দূরে ছিলেন বিবেক ওবেরয়। তাঁর মধ্যে সম্ভাবনা দেখেছিলেন পরিচালক-প্রযোজকেরা। কিন্তু ঐশ্বর্যা-সলমনের প্রেমের মাঝে পড়েই নাকি কর্মজীবনে ক্ষতি হয়েছিল তাঁর। যদিও শুরুর দিকে এমন এক ঘটনা ঘটে, যেখানে নাকি মরেই যেতে পারতেন বিবেক। অল্পের জন্য রক্ষা পান।

Advertisement

রাজস্থানে গিয়েছিলেন শুটিং করতে। ২০০২ সালের ঘটনা। বিকানের থেকে জৈসলমের যাচ্ছিলেন গাড়িতে। চওড়া রাস্তায় একেবারে মসৃণ গাড়ি চালাতে বিন্দুমাত্র অসুবিধে হওয়ার কথা নয়। ফলে গাড়ির চালক গাড়ির গতি বাড়িয়ে দেন। বাধা দেন বিবেক, কিন্তু চালক নাকি কথা শুনতে চাননি। বিবেকের কথায়, ‘‘রাস্তা খুব ভাল থাকায় গাড়ির চালক গতি বাড়িয়ে দেন। আমি চালকের পাশের আসনে। মধ্যরাতে একটু চোখ লেগে যায়। আচমকা বিকট শব্দ করে গাড়ি দাঁড়িয়ে পড়ে। চোখ খুলতেই দেখি মাথার উপরে লোহার রড। গাড়ির কাচ ভেঙে ঢুকে গিয়েছে। কিন্তু আমার গায়ে একটা আঁচড় লাগেনি।’’ বিবেক জানান, উটবোঝাই গাড়ি থেকে লোহার রড বেরিয়ে এই বিপত্তি ঘটে। একচুল এদিক-ওদিক হলেই তাঁর বুকে সেই রড গেঁথে যেতে পারত। সে দিন বড় বিপদের হাত থেকে রক্ষা পান। তার পর থেকে নাকি আর কখনও রাতে কোথাও দূরের যাত্রা করেন না অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement