Sonakshi Sinha

মসজিদ দেখে উৎফুল্ল সোনাক্ষী, অভিনেত্রী কি ধর্ম পরিবর্তন করলেন? জানালেন স্বামী জ়াহির

একাধিক বার প্রশ্ন উঠেছে, সোনাক্ষী কি বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছেন? সেই ইঙ্গিত দিয়ে কী জানালেন তাঁর স্বামী জ়াহির?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৫:২৫
Share:

(বাঁ দিকে) সোনাক্ষী সিন্‌হা, (ডান দিকে) জ়াহির ইকবাল। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। যদিও ভিন্‌ধর্মে বিয়ে করায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে সোনাক্ষীকে। শোনা গিয়েছিল, মেয়ের সিদ্ধান্তে নাকি অখুশি ছিল সিন্‌হা পরিবার। বার বার প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছেন? সেই ইঙ্গিত দিয়ে কী জানালেন তাঁর স্বামী জ়াহির?

Advertisement

অভিনেত্রী সম্প্রতি আবু ধাবিতে যান সেখানকার পর্যটন বিভাগের আমন্ত্রণে। অভিনেত্রী নিজের ইউটিউব চ্যানেলে জানান, আবু ধাবিতে পৌঁছে প্রথমে যাবেন শেখ জ়ায়েদ মসজিদে। তিনি কখনও মসজিদের ভিতরে যাননি। সোনাক্ষীর কথায়, ‘‘আমি মন্দিরে, গির্জায় গিয়েছি বহু বার। কিন্তু মসজিদের অন্দরে যাইনি। ভীষণ উত্তেজিত লাগছিল। ’’

যখন সোনাক্ষী তাঁর উচ্ছ্বাসপ্রকাশ করছেন, সেই সময় অভিনেত্রীর স্বামী স্বাভাবিক ছন্দে বলে ওঠেন, ‘‘আমি কিন্তু ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না!’’ স্বামীর কথা শুনে হেসে গড়িয়ে পড়েন নায়িকা। অভিনেত্রী একাধিক বার জানিয়েছেন, ধর্ম কখনও তাঁদের সম্পর্কে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। তিনি যেমন ইদ পালনে স্বামীকে সঙ্গ দেন, তেমনই জ়াহির সোনাক্ষীর সঙ্গে পুজো করেন। তাই কখনও ধর্ম পরিবর্তনের কথা মাথায় আসেনি। বরং তাঁরা একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement