Dharmendra

দেওল পরিবারে খুশির দিন, ধর্মেন্দ্রের ৯০ বছরের জন্মদিনের প্রস্তুতি শুরু? মুখ খুললেন হেমা

প্রিয় অভিনেতার অবস্থা আদতে কেমন, সেটা জানতে মরিয়া অনুরাগীরা। এর মাঝেই অভিনেতাকে নিয়ে খুশির খবর শোনালেন হেমা মালিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৪:০২
Share:

(বাঁ দিকে) ধর্মেন্দ্র। হেমা মালিনী (ডান দিকে) । ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই অসুস্থ ধর্মেন্দ্র। যার ফলে তাঁকে নিয়ে নানা গুজবও শোনা গিয়েছে। তবে সমস্ত গুজবকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা। এ বার অভিনেতার ৯০তম জন্মদিনের তোড়জোড় শুরু করেছে দেওল পরিবার।

Advertisement

সম্প্রতি হাসপাতালের একটি ভিডিয়ো ঘিরে শুরু হয় চর্চা। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে সেখানে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা চলছে ধর্মেন্দ্রের। তাঁকে ঘিরে পরিবারের সমস্ত সদস্য। অসুস্থ বর্ষীয়ান অভিনেতার শরীরে চিকিৎসার জন্য নানা ধরনের যন্ত্র বসানো। নিবিড় পরিচর্যাকেন্দ্রে অচৈতন্য অবস্থায় শুয়ে তিনি। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। প্রিয় অভিনেতার অবস্থা আদতে কেমন, সেটা জানতে মরিয়া তাঁরা। এ দিকে দেওলদের বাড়ির সামনে ২৪ ঘণ্টা আলোকচিত্রীদের ভিড়। তা দেখে খানিক বিরক্ত সানি দেওল। বাকি তারকারাও দেওল পরিবারের গোপনীয়তা রাখার আর্জি জানিয়েছেন।

এসবের মাঝেই অভিনেতাকে নিয়ে খুশির খবর দিলেন হেমা মালিনী। তিনি জানান, ধর্মেন্দ্র সেরে উঠছেন। ঈশ্বরের ইচ্ছে থাকলে আগামী মাসে দেওল বাড়িতে উদ্‌যাপন দ্বিগুণ হবে। ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রের নব্বইতম জন্মদিন। তার আগে ২ ডিসেম্বর মেয়ে ঈশার জন্মদিন। সব মিলিয়ে ডিসেম্বরের অপেক্ষায় প্রহর গুনছে দেওল পরিবার।

Advertisement

প্রসঙ্গত, অভিনেতা বাড়ি ফেরার পরেও অবস্থা সঙ্কটজনক ছিল তাঁর। সেই সময় হেমা জানান, তাঁর ছেলেমেয়েরা চোখের পাতা এক করতে পারেননি। এমন সময়ে তিনি কোনও ভাবেই দুর্বল হবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement