গোবিন্দকে নিয়ে মুখ খুললেন সুনীতা ছবি: সংগৃহীত।
মঙ্গলবার সকালে হঠাৎই হাসপাতালে ভর্তি করা হয় গোবিন্দকে। অভিনেতা নাকি নিজের বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান। তার পর তাঁর আপ্তসহায়ক বাড়ির কাছের একটি হাসপাতালে ভর্তি করান অভিনেতাকে। স্বামী যখন অসুস্থ, সেই সময়ে পাশে দেখা যায়নি স্ত্রী সুনীতা আহুজাকে। প্রশ্ন উঠছে, কোথায় ছিলেন সুনীতা? অবশেষে মুখ খুললেন গোবিন্দপত্নী।
বয়স ষাটের কোঠায়। অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জানিয়েছিলেন, আগামী ছবির জন্য কসরত শুরু করেছেন। দীর্ঘ সময় ধরে শরীরচর্চা করছিলেন। অতিরিক্ত শরীরচর্চা করার কারণেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন। নায়কের এমন অসুস্থতার খবর নাকি জানতেনই না স্ত্রী সুনীতা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘হাসপাতাল থেকে বেরিয়ে যখন গোবিন্দ সাক্ষাৎকার দিচ্ছে, তখন টিভি দেখে ওর অসুস্থতার কথা জানতে পারি।’’
শরীরচর্চা করে অসুস্থ হয়ে পড়লেও অভিনেতা এখন সম্পূর্ণ সুস্থ আছে বলেই জানান সুনীতা। যদিও স্বামীর অবস্থা সুনীতার না-জানা নিয়ে প্রশ্ন উঠছে। এমনিতেই গত কয়েক দিন ধরে একের পর এক সাক্ষাৎকারে তাঁর ও গোবিন্দের দাম্পত্যজীবন নিয়ে তির্যক ইঙ্গিত মিলেছে। শুধু তা-ই নয়, সুনীতা নিজে বলেছেন, ‘‘ভাই ও সন্তান হিসাবে গোবিন্দ খুবই ভাল।” পরবর্তী জন্মে নাকি গোবিন্দকে নিজের ছেলে হিসাবে পেতে চান সুনীতা, কিন্তু স্বামী হিসাবে মোটেই নয়। যদিও বেশ কয়েক বছর ধরেই আলাদা আলাদা বাড়িতে থাকেন গোবিন্দ ও সুনীতা। সেই কারণেও প্রতি মুহূর্তে স্বামীর গতিবিধি জানতে পারেন না হয়তো সুনীতা, বলছেন অনুরাগীরা।