Kamini Kaushal demise

প্রয়াত কামিনী কৌশল! দিলীপ কুমার থেকে শাহরুখ খান, ৭ দশক ধরে কাজ করেছেন অনেকের সঙ্গেই

ভারতীয় চলচ্চিত্রে একসময় পরিচিত নাম ছিলেন তিনি। তাঁর মৃত্যুকে তাই এক অধ্যায়ের সমাপ্তি বলে মনে করছেন অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৪:০২
Share:

প্রয়াত কামিনী কৌশলের সঙ্গে শাহরুখও অভিনয় করেছিলেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিনোদনজগতে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ ব‌‌‌ছর। ভারতীয় চলচ্চিত্রে একসময় পরিচিত নাম ছিলেন তিনি। তাঁর মৃত্যুকে তাই এক অধ্যায়ের সমাপ্তি বলে মনে করছেন অনুরাগীরা।

Advertisement

মৃত্যুর পরে যাতে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর অক্ষত থাকে, সেই আর্জি রাখা হয়েছে। কামিনীর পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “কামিনী কৌশল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তাই ওঁর পরিবারের ব্যক্তিগত সময় প্রয়োজন।”

১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম কামিনী কৌশলের। ১৯৪৬ সালে বলিউডের সফর শুরু করেছিলেন তিনি। প্রথম ছবির নাম ‘নীচা নগর’। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পর্যন্ত গিয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে এই ছবি বিশেষ ছাপ ফেলেছিল। অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি।

Advertisement

প্রায় সাত দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন কামিনী কৌশল। সাদা-কালো ছবি থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল তাঁর। রাজ কপূর, অশোক কুমার, দিলীপ কুমার, রাজ কুমারের মতো বলিউডের বড় বড় তারকার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। বিনোদনজগতে মার্জিত, বুদ্ধিমতী ও ভদ্র মানুষ হিসাবে পরিচিত ছিলেন।

‘দো ভাই’, ‘শাহিদ’, ‘নদীয়া কে পার’, ‘জ়িদ্দি’, ‘শবনম’, ‘পরস’, ‘নমুনা’, ‘আরজ়ু’, ‘ঝঞ্জার’, ‘আব্রু’, ‘বড়ে সরকার’, ‘জেলর’, ‘নাইট ক্লাব’, ‘গোদান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন কামিনী। ‘প্রেম নগর’, ‘দো রাস্তে’, ‘মহা চোর’-এর মতো ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন তিনি। তাঁর অভিনীত শেষ ছবি ছিল ২০২২-এ ‘লাল সিংহ চড্ডা’। তার আগে ২০১৩-য় ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৯-এ ‘কবীর সিংহ’-এ অভিনয় করেন। ‘চেন্নাই এক্সপ্রেস’-এ শাহরুখ খান, ‘লাল সিংহ চড্ডা’য় আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন কামিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement