শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে হুলুস্থুল কাণ্ড। ছবি: সংগৃহীত।
হুলস্থুল অবস্থা শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে। কটকের বালী যাত্রায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন গায়িকা। উপচে পড়ে মানুষের ভিড়। যার ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চাপে অসুস্থও হয়ে পড়েন শ্রোতা-দর্শকেরা। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঠিক কী ঘটেছিল?
শ্রেয়া মঞ্চে আসার পর থেকেই ভিড় জমতে শুরু করে অনুষ্ঠানে। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে মানুষের ভিড়। যার ফলে কিছু ক্ষণের জন্য শ্রেয়ার অনুষ্ঠান বন্ধ রাখতে হয় আয়োজকদের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে ফের অনুষ্ঠান শুরু করেন শ্রেয়া।
জানা যাচ্ছে, ভিড়ের চাপে দুই শ্রোতা জ্ঞান হারান। তাঁদের মধ্যে একজন মহিলা ছিলেন। তড়িঘড়ি দু’জনের জন্য ছুটে আসেন অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা। প্রাথমিক চিকিৎসা করে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এক শ্রোতা চোট পেয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও কটক পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। পুলিশ কমিশনার এস দেব দত্ত সিংহ সংবাদমাধ্যমকে বলেছেন, “অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হয়নি। এটা ঠিক, খুব ভিড় হয়েছিল। কিন্তু আমরা ভাল ভাবেই সামাল দিয়েছিলাম। এক ব্যক্তি সামান্য চোট পেয়েছেন মাত্র। তিনি এখন সুস্থ আছেন।”
অনুষ্ঠানের আগে অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন শ্রেয়া। তিনি লিখেছিলেন, “কটকের পথে আমি।” এক অনুরাগী শ্রেয়াকে প্রশ্ন করেছিলেন, “আপনি ওড়িশার খাবার খেয়েছেন? কটকের কোন বিষয়টি নিয়ে আপনি সবচেয়ে আগ্রহী?” উত্তরে শ্রেয়া বলেছিলেন, “ওড়িশার খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে আছি। অতীতেও খেয়েছিলাম এবং আমার খুব ভাল লেগেছিল। ছানাপোড়া খুবই সুস্বাদু।”
অনুষ্ঠানে তৈরি হওয়া অশান্তি নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেননি শ্রেয়া বা তাঁর সহযোগী দল।