Karisma Kapoor

করিশ্মার সন্তানদের কলেজের দু’মাসের মাইনে বাকি, এমন দুরবস্থার নেপথ্যে কারণ কী?

অভিযোগ, সঞ্জয়ের সম্পত্তির দলিল জাল করেছেন তাঁর বর্তমান স্ত্রী প্রিয়া। প্রয়াত শিল্পপতির সমস্ত সম্পত্তি দখল করতেই নাকি তিনি এমন করেছেন। এ বার পড়াশোনার খরচ না দেওয়ার অভিযোগ উঠল প্রিয়ার বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৩:১৩
Share:

করিশ্মার দুই ছেলে-মেয়ে আদালতের দ্বারস্থ। ছবি: সংগৃহীত।

করিশ্মা কপূর নাকি দুই সন্তানের পড়াশোনার খরচ চালাতে পারছেন না। গত দু’মাস ধরে মেয়ের বিশ্ববিদ্যালয়ের মাইনে দেওয়া হয়নি! আদালতের দ্বারস্থ করিশ্মা-কন্যা সামাইরা। সঞ্জয় কপূরের সম্পত্তির মালিকানা নিয়ে আইনি লড়াইয়ের মাঝেই শোনা গেল এই খবর। যদিও সামাইরার বক্তব্য উড়িয়ে দিয়েছে বিচারপতি জ্যোতি সিংহের বেঞ্চ। আদালতের স্পষ্ট বক্তব্য, এই ধরনের ‘নাটুকে’ সমস্যা বাইরে মিটিয়ে নিতে হবে।

Advertisement

করিশ্মার দুই সন্তান, সামাইরা ও কিয়ান সম্প্রতি অভিযোগ করেছেন, সঞ্জয়ের সম্পত্তির দলিল জাল করেছেন তাঁর বর্তমান স্ত্রী প্রিয়া। প্রয়াত শিল্পপতির সমস্ত সম্পত্তি দখল করতেই নাকি তিনি এমন করেছেন। এ বার পড়াশোনার খরচ না দেওয়ার অভিযোগ উঠল প্রিয়ার বিরুদ্ধে। করিশ্মাদের তরফে আইনজীবী মহেশ জাঠমলানি জানান, করিশ্মার দুই সন্তান আমেরিকায় পড়াশোনা করছেন। আইনজীবীর অভিযোগ, করিশ্মার ছেলেমেয়ের পড়াশোনার খরচ দেওয়ার কথা তাঁর স্বামীর। কিন্তু, সঞ্জয় মারা যাওয়ার পর থেকে নাকি সে সব বন্ধ করে দিয়েছেন প্রিয়া। যদিও প্রিয়ার আইনজীবী রাজীব নায়ার, এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। সঞ্জয়ের মৃত্যুর পরেও ছেলেমেয়েদের প্রতি সমস্ত দায়িত্ব পালন করছেন প্রিয়া, দাবি আইনজীবীর।

সঞ্জয়ের মোট তিনটে বিয়ে। প্রথম বিয়ে খুব বেশি দিন টেকেনি। করিশ্মা তাঁর দ্বিতীয় স্ত্রী। এই বিয়েই সবচেয়ে বেশি দিন টিকেছিল। ২০১৬ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ে করেন তিনি। সঞ্জয়ের তৃতীয় ও বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের সঙ্গে এখন আইনি লড়াইয়ে করিশ্মা ও তাঁর সন্তানেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement