টুইঙ্কল খন্না ও কাজল একই মানুষের সঙ্গে সম্পর্কে ছিলেন! ছবি: সংগৃহীত।
একের পর এক বিস্ফোরক বিষয় উঠে আসছে কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠান থেকে। কিছু দিন আগেই কাজল দাবি করেছেন, দাম্পত্যের নির্দিষ্ট মেয়াদ থাকা দরকার। তা হলে অশান্তি কম ভোগ করতে হয়। এ বার উঠে এল অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ। সেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে নাকি যোগ রয়েছে টুইঙ্কলেরও।
সম্প্রতি তাঁদের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে এসেছিলেন ভিকি কৌশল ও কৃতি সেনন। অনুষ্ঠানে নানা রকমের পর্ব থাকে। এই পর্বের নিয়ম ছিল, একটি করে বিষয় বলা হবে। সেই বিষয়ের সঙ্গে সহমত কি না, তা জানাতে হবে কৃতি ও ভিকিকে। কাজল ও টুইঙ্কল নিজেও যোগ দিয়েছিলেন।
প্রিয়বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনও প্রেম করা উচিত নয়। বিষয় ছিল এমন। কাজল ও টুইঙ্কল সম্মতি জানান। তাঁদের মতেও, বন্ধুর প্রাক্তনের সঙ্গে প্রেম করা উচিত নয়। কিন্তু ভিকি ও কৃতি সম্মতি জানাননি। ভিকির মতে, বন্ধুর যদি প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদই হয়ে যায় এবং তাঁরা নিজেদের জীবনে এগিয়েই যদি যান, তা হলে সমস্যা কোথায়? আর সমস্যা হলে বুঝতে হবে, বন্ধু ও তাঁর প্রাক্তন এখনও পরস্পরকে ভুলতে পারেননি, টান শেষ হয়নি। এই সব শুনে কাজলের কাঁধে হাত রেখে টুইঙ্কল বলেন, “আমাদেরও একজন ‘কমন’ প্রাক্তন রয়েছে কিন্তু!” এই শুনে আঁতকে ওঠেন কাজল। সঙ্গে সঙ্গে বলেন, “দয়া করে চুপ করো। একেবারে চুপ!”
সেই প্রাক্তন প্রেমিক কে, তা অবশ্য প্রকাশ করেননি কাজল বা টুইঙ্কল কেউই। কিন্তু নেটাগরিক বিষয়টি জানা মাত্রই অনুমান করতে শুরু করে দিয়েছেন। তাঁদের আন্দাজ, পরিচালক অভিষেক কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন দুই নায়িকা। টুইঙ্কলের সঙ্গে সম্পর্কে থাকার আগে কিছু দিন তিনি কাজলের সঙ্গে সম্পর্কে ছিলেন।