ধর্মেন্দ্রের সম্পত্তির পরিমাণ কত? ছবি: সংগৃহীত।
অসুস্থ হওয়ার পর থেকে চর্চায় ধর্মেন্দ্র। নানা রকমের গুজবকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি ফিরেছেন বর্ষীয়ান তারকা। এর মধ্যেই প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির পরিমাণ।
অসংখ্য অনুরাগী ধর্মেন্দ্রের। একসময় চলচ্চিত্রপ্রেমীদের অতিপ্রিয় ছিলেন তিনি। তবে অভিনয়ের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনও আলোচনায় উঠে এসেছে বার বার। তাঁর আর্থিক বিষয় নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়।
সারাজীবনে ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ছয় দশক ধরে কাজ করে ৩৩৫ থেকে ৪৫০ কোটি টাকার সম্পত্তির অধিকারী তিনি। এই সম্পত্তির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লোনাবালায় তাঁর খামারবাড়ি। সেই বাড়ির ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছিলেন তিনি। ১০০ একর জমিতে তৈরি এই খামারবাড়িতে রয়েছে সুইমিং পুল, অ্যাকোয়া থেরাপি-র বিশেষ জায়গা এবং সবুজে ভরা বিরাট বাগান। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে সময় কাটানোর জন্য এই খামারবাড়ি আদর্শ।
এ ছাড়াও, মহারাষ্ট্রে অভিনেতার নিজের বাড়ি রয়েছে যার দাম ১৭ কোটি টাকা। চাষের যোগ্য জমিতে ৮৮ লক্ষ টাকা এবং সাধারণ জমিতে ৫২ লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে ধর্মেন্দ্রের। এক রেস্তরাঁ সংস্থার সঙ্গে জোট বেঁধে ব্যবসা করেছেন অভিনেতা। লোনাবালাতে ১২ একর জমিতে ৩০টি কটেজের একটি রিসর্ট রয়েছে তাঁর। প্রকৃতি বরাবর তাঁর খুব পছন্দের। তাই সবুজের মাঝে এই রিসর্ট তৈরি করেছেন তিনি। তা ছাড়াও ‘হি ম্যান’ ও ‘গরম ধরম ধাবা’ নামে দুটি রেস্তরাঁ রয়েছে তাঁর।
একটি প্রযোজনা সংস্থাও রয়েছে ধর্মেন্দ্রের। ‘বিজয়েতা ফিল্মস্’ নামে এই প্রযোজনা সংস্থার ছবি থেকেই দুই পুত্র সানি ও ববির সফর শুরু হয়েছিল।