স্ত্রী ঐশ্বর্যা প্রসঙ্গে কী বললেন অভিষেক? ছবি: সংগৃহীত।
অনেক সময় বিয়ে নিয়ে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় শিল্পীদের। নায়িকাদের অনেক সময়েই বলতে শোনা যায়, বিয়ে নয়, নিজেদের কাজে মন দিতে চান তাঁরা। এক সাক্ষাৎকারে এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। এ বার স্ত্রীর সুরেই সুর মেলালেন স্বামী অভিষেক। বিয়ের পরে অভিনত্রীদের জনপ্রিয়তা প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
ইন্ডাস্ট্রির একাংশের ধারণা, বিয়ে হয়ে গেলে নায়ক-নায়িকাদের জনপ্রিয়তা কমে যায়। একটা সময় তো অভিনেতারা বিয়ের পরে নিজেদের বিবাহিত সম্পর্ক লুকিয়ে রাখতেন। এ সবই ভ্রান্ত ধারণা বলে মত অভিষেকের। ঐশ্বর্যা এবং অভিষেকের দাম্পত্য ১৮ বছরের। নিজের অভিজ্ঞতা থেকে অভিনেতা বললেন, “বিয়ের পরে বিন্দুমাত্র ঐশ্বর্যার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং অনেক বেশি আলোচনা হয়েছে ওকে নিয়ে। শুধু ঐশ্বর্যা নয়। অভিনেত্রী হেমা মালিনি তো এ বিষয়ে আদর্শ উদাহরণ। বিয়ের পরে তাঁর অভিনীত সব ছবিই জনপ্রিয় হয়েছে।”
একই সঙ্গে অভিষেক এটাও মানেন যে বিয়ে হয়ে গেলে বা সন্তান হওয়ার পরে জীবন অনেকটাই বদলে যায়। দায়িত্ব মানুষের মধ্যে অনেকটাই পরিবর্তন আনে। অভিনেতা যোগ করেন, “সন্তান হওয়ার পরে বা বিয়ের পরে যদি কেউ আত্মকেন্দ্রিক হন তা হলে মুশকিল। যদি কেউ আমিত্ব-তে ভোগেন তা হলে সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্যা হবে।”
উল্লেখ্য, ঐশ্বর্যা এবং অভিষেকের সম্পর্ক নিয়েও বিপুল জলঘোলা হয়েছিল একটা সময়। যদিও এই বিষয়ে কেউই কোনও মন্তব্য করেননি কোনও দিন।