Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan

‘ঠাকুমা অসুস্থ বলে ও কাজ নিয়ে সংশয়ে ছিল’, সত্যিই কি ঐশ্বর্যাকে কাজে বাধা দেন অভিষেক?

জল্পনা চলাকালীন উঠে এসেছিল নানা তথ্য। পরকীয়ার প্রসঙ্গও উঠে আসে। এ-ও শোনা গিয়েছিল, ঐশ্বর্যার কাজ নিয়ে নাকি আপত্তি রয়েছে অভিষেকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৪
Share:

ঐশ্বর্যাকে নিয়ে কী বলেছিলেন অভিষেক? ছবি: সংগৃহীত।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিচ্ছেদের জল্পনায় গত বছর মুখরিত হয়েছিল বলিউড। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন তাঁরা। একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তাঁদের। দিব্যি রয়েছেন বচ্চন দম্পতি। জল্পনা চলাকালীন উঠে এসেছিল নানা তথ্য। পরকীয়ার প্রসঙ্গও উঠে আসে। এ-ও শোনা গিয়েছিল, ঐশ্বর্যার কাজ নিয়ে নাকি আপত্তি রয়েছে অভিষেকের। তাই বিয়ের পরে ক্রমশ অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন তিনি।

Advertisement

যদিও পুরনো এক সাক্ষাৎকারে অভিষেক দাবি করেছিলেন, কাজে ঐশ্বর্যাকে উৎসাহ দেন তিনি। প্রয়োজনে স্ত্রীর থেকে নানা বিষয়ে পরামর্শও নেন। কিন্তু দিনের শেষে একসঙ্গে সময় কাটানোর মুহূর্তে কাজ নিয়ে আলোচনা না করার চেষ্টা করেন তাঁরা। অভিষেক বলেছিলেন, “কাজ ছেড়ে নিজেদের মতো থাকতে আমরা দু’জনেই খুব দক্ষ। একটা সময়ে, আমরা কাজ নিয়ে কোনও কথা বলি না। কাজ সরিয়ে রেখে আমরা কথা বলি।”

তবে কাজের ক্ষেত্রে পরস্পরের পাশে থাকেন বলে দাবি করেন জুনিয়র বচ্চন। তাঁর কথায়, “ঐশ্বর্যা সংশয়ে ছিল ‘পিঙ্ক প্যান্থার ২’ ছবি নিয়ে। তার কারণ তখন আমার ঠাকুমা অসুস্থ ছিলেন। আর এই ছবির জন্য দু’মাস ওকে দেশের বাইরে থাকতে হত। আমি কিন্তু কাজটা করার জন্যই ওকে উৎসাহ দিয়েছিলাম। বড় অভিনেতাদের সঙ্গে কাজ করার এটা ওর কাছে খুব বড় সুযোগ ছিল।”

Advertisement

এখানেই শেষ নয়। নিজেদের সম্পর্কের সমীকরণ বোঝাতে অভিষেক আরও বলেছিলেন, “বাবা-মায়ের থেকে যেমন পরামর্শ নিই, ঠিক তেমনই কাজের বিষয়ে ঐশ্বর্যাও বিভিন্ন বিষয়ে আমাকে পরামর্শ দেয়। ওরা প্রত্যেকেই খুব ভাল অভিনেতা। তাই ওদের থেকে পরামর্শ নিই।” অভিষেককে শেষ দেখা গিয়েছে সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement