Raktabeej 2

আবীরের পিঠে চড়লেন মিমি! ঘনিষ্ঠ হলেন ‘দোলনা বিছানা’য়, অন্তরঙ্গ হতে কোথায় পৌঁছে গেলেন?

এ ভাবে খোলামেলা প্রেম করবেন তাঁরা! টলিউড পর্যন্ত ভাবতে পারেনি। অথচ সেটাই করেছেন দুই তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২
Share:

মিমি-আবীরের অন্য সমীকরণ। ছবি: সংগৃহীত।

প্রেম করছেন আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী? একান্তে সময় কাটাতে নাকি বেছে নিয়েছেন সমুদ্রসৈকত। সেখানেই মন দেওয়া-নেওয়ার পর্ব মিটিয়ে ঘনিষ্ঠ তাঁরা। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়। মিমিকে পিঠে নিয়ে বয়েছেন আবীর। কখনও তাঁর কোলে নায়িকা। ঘনিষ্ঠতা আরও গাঢ় ‘দোলনা বিছানা’য়! দু’জনে দু’জনার কত কাছাকাছি।

Advertisement

এ ভাবে খোলামেলা প্রেম করবেন তাঁরা? টলিউড পর্যন্ত ভাবতে পারেনি। অথচ সেটাই করেছেন দুই তারকা। গল্প কিন্তু এখানেই শেষ নয়! সাগরের নোনা জলে উষ্ণতা ছড়িয়েছেন মিমি। কখনও গাঢ় নীল বিকিনি। কখনও তা হলুদরঙা। মিমি অনায়াস এই সাজে। আবীরও বেছে নিয়েছেন অন্য ধারার পোশাক। শার্ট বা পাঞ্জাবি নয়, কো-অর্ড সেটে (বিচওয়্যার) নায়ক আরও আকর্ষণীয়।

গানের দৃশ্যে আবীর এবং মিমি। ছবি: সংগৃহীত।

এ বারের পুজোয় চারটি ছবি মুক্তি পাচ্ছে। ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরাণী’ আর ‘যত কাণ্ড কলকাতাতেই’। ‘রক্তবীজ ২’-তে আবীর-মিমি দু’জনেই আছেন। বাকিরা যখন তাঁদের পুজোর ছবির প্রচারে ব্যস্ত, তখন প্রেম করতে সমুদ্রসৈকতে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’-এর নায়ক-নায়িকা! আসল ঘটনা কিন্তু একেবারেই তা নয়। বুধবার মুক্তি পাবে পরিচালক জুটির ছবির গান ‘চোখের নীলে’। সেখানে ‘কল্প দৃশ্য’-এ রোম্যান্টিক মেজাজে ধরা দেবেন আবীর-মিমি। পর্দায় নায়িকা প্রথম ধরা দেবেন বিকিনি পোশাকে।

Advertisement

এর আগে পরিচালক জুটি আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, এই দৃশ্যের জন্য মিমি অনেক খেটেছেন। দিনে একবার খেতেন। পেটের কাছে ট্যাটু করিয়েছেন। শুটিংয়ের দিন শরীর যাতে ছিপছিপে দেখায় তার জন্য জল পর্যন্ত খাননি! নায়ক-নায়িকা ভীষণ খুঁতখুঁতে। শটশেষে তাঁদের মুখেও তৃপ্তি ছড়িয়ে পড়েছিল। ছবিতে উভয়েই পুলিশ অফিসার। দ্বিতীয় ছবিতে অ্যাকশনের পাশাপাশি কাল্পনিক দৃশ্যে রোম্যান্স করতেও দেখা যাবে। তাইল্যান্ডে ছবির শুটিং হয়েছে।

গোটা বাংলা আপাতত ‘পঙ্কজ সিংহ’ আর ‘সংযুক্তা’, অর্থাৎ আবীর-মিমির পর্দার প্রেম দেখার জন্য মুখিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement