Entertainment News

‘আমি জয় চ্যাটার্জি’, কেন এ কথা বলছেন আবির?

জয়কে ফ্রেমবন্দি করেছেন পরিচালক মনোজ মিশিগান। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘আমি জয় চ্যাটার্জি’।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ১২:৪১
Share:

আবির চট্টোপাধ্যায়।

মানুষটাকে দেখলে মনে হবে ভীষণ নিষ্ঠুর। সাফল্যের ব্যাপারে কোনও আপোষ করতে নারাজ। কিন্তু জীবনের জার্নি ওঁকে অনেক কিছু শেখায়, দেখায়। তাতে কি আদৌ ওঁর কোনও পরিবর্তন হয়?

Advertisement

মানুষটা জয়। জয় চট্টোপাধ্যায়। এক সফল ব্যবসায়ী।

ঠিক এই ভাবেই জয়কে ফ্রেমবন্দি করেছেন পরিচালক মনোজ মিশিগান। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘আমি জয় চ্যাটার্জি’।

Advertisement

মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে হেসে বললেন, ‘‘ প্রথমে অনেকেই ছবির নাম শুনে বলেছিলেন, এটা কি আমি আবির চ্যাটার্জি হতে গিয়ে জয় চ্যাটার্জি হয়ে গিয়েছে?’’

আরও পড়ুন, আমাকে অনেকে ভালবাসেন, কিন্তু আমি...

ছবির ‘জয়’ ঠিক কেমন? আবিরের কথায়, ‘‘জয়ের একটা অদ্ভুত জার্নি রয়েছে। ওকে দেখে মনে হবে কখনও ভিলেন, কখনও পরিস্থিতির শিকার, কখনও বা মনে হবে ফাইটার। একটা চরিত্রে এত শেডস আমাকে খুব এক্সাইট করেছিল।’’

‘জয়’-এর বাগদত্তার ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। চরিত্র অনুযায়ী তিনিই ‘জয়’কে খুব কাছ থেকে বুঝতে পারেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’-এর পর ফের আবির-জয়া জুটিকে অনস্ক্রিন দেখবেন দর্শক।


‘আমি জয় চ্যাটার্জি’-র একটি দৃশ্যে জয়া আহসান।ছবি: ইউটিউবের সৌজন্যে।

পর্দার ‘জয়’ আর বাস্তবের জয়াকে মনোজ সামলেছিলেন কী ভাবে? পরিচালক শেয়ার করলেন, ‘‘শুটিংয়ে আমাকে আলাদা করে কিছু করতে হয়নি। ওদের মধ্যে বোঝাপড়া খুব ভাল। আর ওরা নিজে থেকেও অনেক সময় ইনপুট দিত।’’

আরও পড়ুন, আপনাকে অভিনন্দন প্রসেনজিত্…

আবির-জয়া ছাড়াও সব্যসাচী চক্রবর্তী, শতাফ ফিগারের মতো শিল্পীর অভিনয় দেখার সুযোগ মিলবে এই ছবিতে। রাজা নারায়ণ দেবের পরিচালনায় ছবিতে দু’টি গান ব্যবহার করেছেন মনোজ। দু’টি ব্যবহার হয়েছে মন্তাজ হিসেবে। সম্পাদনার দায়িত্ব ছিল সংলাপ ভৌমিকের কাঁধে। শিবাঙ্গী চৌধুরী প্রযোজিত এই ছবি শুটিং হওয়ার পর অনেক দিন আটকে ছিল। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

লোকেশন সৌজন্যে: রোস্টেড বিনস
ছবি ও ভিডিও: মৃণালকান্তি হালদার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন