আব্রাম’স ডে আউট!

বয়স মাত্র দুই। এর মধ্যেই সে রকস্টার। তাই তার ওপর যে পাপারাত্‌জিদের নজর থাকবে এ তো স্বাভাবিক। সে হল শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। এ বার মায়ের সঙ্গে একটি আসন্ন ছবির স্ক্রিনিংয়ে যাওয়ার পথে ক্যামেরাবন্দি হল ‘ছোটে খান’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ১৪:২৫
Share:

বয়স মাত্র দুই। এর মধ্যেই সে রকস্টার। তাই তার ওপর যে পাপারাত্‌জিদের নজর থাকবে এ তো স্বাভাবিক। সে হল শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। এ বার মায়ের সঙ্গে একটি আসন্ন ছবির স্ক্রিনিংয়ে যাওয়ার পথে ক্যামেরাবন্দি হল ‘ছোটে খান’।

Advertisement

সে দিন গাড়ির সামনের সিটে বসেছিলেন গৌরি খান। আর পিছনে ন্যানির সঙ্গে খোশমেজাজে সিটে গা এলিয়ে বসেছিল আব্রাম। এমনকী বি-টাউনের একটি সূত্র জানিয়েছে, হলের অন্ধকারেও চুপ করে বসে মন দিয়ে সিনেমা দেখেছে সে। ন্যানি পাশে থাকলেও বেশিরভাগ সময় মায়ের সঙ্গেই ছিল ছোট্ট আব্রাম। কাউকে একটুও বিরক্ত না করে ধৈর্য ধরে পুরো ছবিটা নাকি এনজয় করেছে সে!

বলিউডের একটা বড় অংশ বলছে, হবে নাই বা কেন, জন্ম থেকেই ফিল্মি পরিবেশ বড় হওয়া আব্রাম যে সিনেমা পছন্দ করবে এটাই তো স্বাভাবিক। ভবিষ্যতে বাবার মতো স্টারও হয়ে উঠতে পারে সে!

Advertisement

আরও পড়ুন

শাহরুখকে কেন ‘বাবা’ বলে না আব্রাম?

জুটি বাঁধতে পারে আরাধ্যা-আব্রাম!

শাহরুখের সঙ্গে গোয়ার বিচে বাইক চালালো আব্রাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement