Entertainment news

আব্রামের মনখারাপ, কেন তা শেয়ার করলেন শাহরুখ

জনপ্রিয় সেলেব সন্তানদের তালিকায় সে থাকবে একেবারে প্রথম সারিতে। বয়স মাত্র তিন। কিন্তু এর মধ্যেই দারুণ ভাবে ক্যামেরা সামলাতে শিখেছে। সে অর্থাত্ শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। ক্যামেরার সামনে নানা ভঙ্গিতে পোজও দিতে শিখেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৭ ১৫:১২
Share:

জনপ্রিয় সেলেব সন্তানদের তালিকায় সে থাকবে একেবারে প্রথম সারিতে। বয়স মাত্র তিন। কিন্তু এর মধ্যেই দারুণ ভাবে ক্যামেরা সামলাতে শিখেছে। সে অর্থাত্ শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। ক্যামেরার সামনে নানা ভঙ্গিতে পোজও দিতে শিখেছে। কিন্তু আব্রাম মাঝেমধ্যেই খুব আপসেট হয়ে পড়ে। তার মনখারাপও হয়। জানেন, এর আসল কারণ কী? তা শেয়ার করেছেন খোদ শাহরুখ।

Advertisement

কিঙ্গ খান জানিয়েছেন, আব্রাম এখন প্রায় সময়ই তাঁর সঙ্গে বিভিন্ন শুটিংয়ে ঘোরে। কয়েক মাস আগে ইমতিয়াজ আলির ছবির শুটিংয়ে তাঁর সঙ্গেই তিন মাস ছিল সে। সকলেই আব্রামকে খুব আদর করে। বিশেষ করে মিডিয়ার সামনেও সে খুব স্বচ্ছন্দ। ছবি তোলাটা আব্রামের কাছে নেশার মতো। আর তাতে বাধা দিলেই নাকি মনখারাপ হয় আব্রামের।

আরও পড়ুন, ‘রইস’-এর প্রচারে আব্রাম!

Advertisement

শাহরুখের কথায়, ‘‘একবার আমি দুবাই থেকে ফিরছি। আব্রাম আমার কোলেই ছিল। অনেক লোক বিমানবন্দরে আমার সঙ্গে ছবি তুলতে চাইছিল। আমি তাই আব্রামকে সরিয়ে নিতে বলি। আমার বডিগার্ড রবি ওকে সরিয়ে নিয়ে গেলে আব্রাম খুব বিরক্ত হয়। মনখারাপ করে বসে থাকে। আসলে ও সব সময় ক্যামেরার সামনে থাকতে চাইছিল। সারাক্ষণ বকবক করতে থাকে। পরে আমাকে জিজ্ঞেসও করেছিল, আমাকে তুমি কেন ছবি তুলতে দিলে না?’’

সম্প্রতি ‘রইস’-এর প্রচারে মুম্বই থেকে দিল্লি ট্রেনে করে গিয়েছিলেন শাহরুখ। সেখানে তাঁর সঙ্গে আব্রাম ছিল না। এর ব্যখ্যা দিতে গিয়ে শাহরুখ বলেন, ‘‘আব্রাম হয়তো ট্রেন জার্নি খুব একটা পছন্দ করবে না। ও তো কখনও ট্রেনে চড়েনি। কিন্তু আমার ওকে সবসময় সঙ্গে নিয়ে যেতেই ভাল লাগে। ও একেবারেই বিরক্ত করে না। বরং সারাক্ষণ মজা করতে থাকে।’’

আরও পড়ুন, হৃতিকের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন সুজান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন