Entertainment News

বাবা নয়, এই মুহূর্তে আব্রামের পছন্দ অন্য কেউ!

এই মুহূর্তে বাবা অর্থাত্ শাহরুখ খানের থেকেও অন্য একজনকে একটু বেশিই ভালবাসছে আব্রাম। এমনিতে সে ড্যাডিজ বয়। বাবাকে ছাড়া তার এক মুহূর্ত চলে না। বাড়িতে তো বটেই, কখনও বাবার শুটিংয়েও হাজির হয় সে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১৩:১২
Share:

এই মুহূর্তে বাবা অর্থাত্ শাহরুখ খানের থেকেও অন্য একজনকে একটু বেশিই ভালবাসছে আব্রাম। এমনিতে সে ড্যাডিজ বয়। বাবাকে ছাড়া তার এক মুহূর্ত চলে না। বাড়িতে তো বটেই, কখনও বাবার শুটিংয়েও হাজির হয় সে। কিন্তু আপাতত ক’দিন বাবাকে মোটেই পাত্তা দিচ্ছে না। কারণ তার সুপারহিরোর জন্য অপেক্ষা চলছে।

Advertisement

আরও পড়ুন, ঢেলে সাজানো হচ্ছে ‘দ্য কপিল শর্মা’ শো?

বিষয়টা একটু ভেঙে বলা যাক। স্পাইডার ম্যান আব্রামের দারুণ পছন্দের। চলতি বছরের ৬ জুলাই মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান হোমকামিং’। সেই ছবির ট্রেলারে যখন সকলে মজে তখন আব্রামই বা বাদ যায় কেন? স্পাইডারের ম্যানের পোশাক ও মুখোশ পরে সময় কাটানোটাই এখন তার সবচেয়ে পছন্দের। বাড়িতে সব আয়োজনও রয়েছে। কী ভাবে স্পাইডারম্যান এখন আব্রামের সবচেয়ে কাছের হয়ে উঠেছে তা শেয়ার করেছেন খোদ শাহরুখ খান। !

Advertisement

বিষয়টা একটু ভেঙে বলা যাক। স্পাইডার ম্যান আব্রামের দারুণ পছন্দের। চলতি বছরের ৬ জুলাই মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান হোমকামিং’। সেই ছবির ট্রেলারে যখন সকলে মজে তখন আব্রামই বা বাদ যায় কেন? স্পাইডারের ম্যানের পোশাক ও মুখোশ পরে সময় কাটানোটাই এখন তার সবচেয়ে পছন্দের। বাড়িতে সব আয়োজনও রয়েছে। কী ভাবে স্পাইডারম্যান এখন আব্রামের সবচেয়ে কাছের হয়ে উঠেছে তা শেয়ার করেছেন খোদ শাহরুখ খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement