AbRam

শাহরুখকে সকলে কেন দেখতে চান? গোপন সত্যি বলল আব্রাম!

কৌতূহলী আরিয়ান জিজ্ঞেস করে, ‘বাবা কে জানিস’ আব্রাম চটজলদি জবাব দেয়, ‘অভিনেতা’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ১৭:৪৪
Share:

পিতা-পুত্র।— ফাইল চিত্র।

বি-টাউনের অন্যতম সেলেব কিড আব্রাম। শাহরুখ খানের ছোট ছেলেটি বলি মহলের যে কোনও পার্টিতে সকলের নজর কেড়ে নেয়। বাবার খ্যাতির অর্থ বোঝার বয়স তার হয়নি। তবুও নিজের মতো করে ব্যাখ্যা করে নিয়েছে আব্রাম। বাবার এত জনপ্রিয়তার কারণ খুঁজে নিয়েছে। কী সেই ব্যাখ্যা? সম্প্রতি এক সাক্ষাত্কারে তা শেয়ার করেছেন খোদ শাহরুখ খান।

Advertisement

আরও পড়ুন, ‘ডিভোর্সের পর সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় তৈরি হয়েছে’

শাহরুখ জানিয়েছেন, একদিন তাঁর বড় ছেলে আরিয়ান হঠাত্ই আব্রামের কাছে জানতে চায়, কেন বাবার সঙ্গে মন্নতে এত লোক দেখা করতে আসে জানিস? আব্রাম কোনও উত্তর দেয়নি। আরিয়ানের পরের প্রশ্ন ছিল, বাবা কী করে জানিস? আব্রামের উত্তর, ‘শুটিং’। তখন কৌতূহলী আরিয়ান জিজ্ঞেস করে, ‘বাবা কে জানিস?’ আব্রাম চটজলদি জবাব দেয়, ‘অভিনেতা’। এরপর আরিয়ান যখন জানতে চায়, কেন সাধারণ মানুষ বাবাকে কাছ থেকে দেখতে চায়? এই প্রশ্নের সবচেয়ে মজার জবাব দিয়েছে আব্রাম। তার কথায়, ‘‘বাবা হ্যান্ডসাম। তাই সকলে বাবাকে কাছ থেকে দেখতে চায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement