অনিলের নাচে বিরক্ত ধৃতিমান

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব একটি সরকারি অনুষ্ঠান। সারা বিশ্বের কত গণ্যমান্য অতিথি আসেন। সে’খানের স্টেজ কোনও অভিনেতার নাচের জায়গা হতে পারে না। বলিউড অভিনেতা অনিল কপূরের উপর এমন ভাবেই তোপ দাগলেন ধৃতিমান চট্টোপাধ্যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ১৩:৫১
Share:

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব একটি সরকারি অনুষ্ঠান। সারা বিশ্বের কত গণ্যমান্য অতিথি আসেন। সে’খানের স্টেজ কোনও অভিনেতার নাচের জায়গা হতে পারে না। বলিউড অভিনেতা অনিল কপূরের উপর এমন ভাবেই তোপ দাগলেন ধৃতিমান চট্টোপাধ্যায়। সোমবার নিজের আপত্তির কথা জানান বর্ষীয়ান এই অভিনেতা।

Advertisement

কী বলেছেন প্রবীণ এই অভিনেতা?
গোয়ায় অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অনিল কপূর। সে’খানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেই অনুষ্ঠানে নিজের জনপ্রিয় দু’টি গানে পা মেলাতে দেখা যায় অনিল কপূরকে। ‘ধক ধক’ এবং ‘মাই নেম ইজ লক্ষণ’-এই দু’টি গানে নাচেন তিনি। বলি অভিনেতার নাচের খবর কানে আসতেই চটেন ধৃতিমানবাবু। এফটিআইয়ের পড়ুয়াদের সমর্থন দিতে সোমবার গোয়ায় আসেন তিনি। ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব এখন আর ভাল সিনেমার জায়গা নয়। বরং বিনোদনই প্রধান হয়ে উঠেছে। নিজের ক্ষোভ এমন ভাবেই উগড়ে দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement