Hema Malini

ধর্মেন্দ্রের ‘ইক্কিস’ দেখেননি, সানি-ববির সঙ্গে সংঘাত? অবশেষে মুখ খুললেন হেমা মালিনী

অভিনেতার শেষ ছবি ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে সানি-ববি উপস্থিত থাকলেও, দেখা মেলেনি হেমা অথবা ঈশার। পরিবারের অন্দরের ‘কলহ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন হেমা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৪১
Share:

ধর্মন্দ্রের প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে কেমন সম্পর্ক হেমার? ছবি: সংগৃহীত।

ধর্মেন্দ্রের প্রয়াণের পর থেকে বিতর্ক শুরু। দুই ছেলে সানি দেওল, ববি দেওলের সঙ্গে অভিনেতার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী ও তাঁর দুই মেয়ের সম্পর্ককে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অভিনেতার শেষ ছবি ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে সানি-ববি উপস্থিত থাকলেও, দেখা মেলেনি হেমা অথবা ঈশার। পরিবারের অন্দরের ‘কলহ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন হেমা।

Advertisement

স্বামীকে ছাড়া প্রতিটা দিন দুঃসহ, অভিনেতাকে প্রতি দিন মনে করেন, নিজেই সে কথা জানিয়েছিলেন হেমা। তবে জীবন যে থেমে থাকবে না, সে কথাও ভাল মতোই বোঝেন। সম্প্রতি মথুরার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান অভিনেত্রী। যদিও সেখানে তাঁর উপস্থিতি ও আচার-ব্যবহার ঘিরে আলোচনা হয়েছে বিস্তর। অবশ্য অভিনেত্রী জানান, কাজে ফিরতে পেরে খানিকটা ভাল লাগছে তাঁর। সেখানেই এক সাক্ষাৎকারে পারিবারিক সমীকরণ নিয়ে মুখ খোলেন তিনি।

হেমা সাফ জানান, তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন না তিনি। পাশপাশি হেমা বলেন, ‘‘প্রথমত, আমাদের দুই পরিবারের সম্পর্ক যথেষ্ট ভাল। সানি ও ববির সঙ্গে আমার যথেষ্ট ভাল সম্পর্ক। জানি মানুষ কেন আমাদের নিয়ে খারাপ কথা ভাবে! মানুষের মুখরোচক আলোচনা চাই, তার জন্য আমাকে উত্তর দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই। এটা আমার ব্যক্তিগত জীবন। দুই পরিবারই আমরা একে অপরের অত্যন্ত কাছের এবং সুসম্পর্ক রয়েছে।’’

Advertisement

পাশাপাশি অভিনেত্রী এও জানান, তিনি ধর্মেন্দ্রের শেষ ছবি ‘ইক্কিস’ দেখেননি, কারণ তাঁর ভিতরের ক্ষত এখনও শুকোয়নি। আগে নিজে ভিতর থেকে সুস্থ হতে চান, মনের ক্ষতে প্রলেপ পড়ার পরে ছবি দেখার সাহস করবেন বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement