Hiraan Chatterjee Marriage Controversy

বিয়ে-বিতর্কে নতুন মোড়, হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার অভিযোগের ভিত্তিতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের

আরও বাড়ছে বিতর্ক। আনন্দপুর থানা সূত্রে খবর, অনিন্দিতার অভিযোগের ভিত্তিতে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:০০
Share:

হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে মামলা ছবি: সংগৃহীত।

বুধবার রাতে আনন্দপুর থানার দ্বারস্থ হন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তাঁদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়। হিরণ এবং দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরা। আনন্দপুর থানা সূত্রে খবর, অনিন্দিতার অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে হিরণের বিরুদ্ধে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, হিরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ ধারা (স্বামী বা স্ত্রী বেঁচে থাকা সত্ত্বেও যদি কেউ আবার বিয়ে করেন। শাস্তি হতে পারে সাত বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা দুটোই) ও ৪৯৮এ ধারা (বিবাহিত মহিলার উপর স্বামীর নির্যাতন এবং গার্হস্থ্য হিংসা। হতে পারে তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা)-য় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হিরণের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ জানিয়েছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। সেই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে, বিজেপি বিধায়ক বিবাহিত অবস্থায় ঋতিকার সঙ্গে ফের বিয়ের সম্পর্কে জড়িয়েছেন। এ প্রসঙ্গে অনিন্দিতার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান এখনই এই বিষয়ে কিছু বলতে পারবেন না, কারণ সবটাই আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।উল্লেখ্য, ঋতিকা এবং হিরণের ছবি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়। বিয়ে নিয়ে ঋতিকাও মুখ খোলেন। অনিন্দিতাও অভিযোগ জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত হিরণের মুখে কুলুপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement