Saif Ali Khan on Kareena Kapoor

করিনার চেয়ে সুন্দরী বলিউডের অন্য এক নায়িকা! সইফের উত্তর শুনে একহাত নিয়েছিলেন কর্ণ

কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সইফ আলি খান। তাঁর সঙ্গে ছিলেন শাহিদ কপূর। সেই অনুষ্ঠানে গিয়েই সইফ সৌন্দর্যের নিরিখে করিনার চেয়ে এগিয়ে রেখেছিলেন অন্য এক নায়িকাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:০০
Share:

করিনাকে নিয়ে সইফের মন্তব্য শুনে কী বলেন কর্ণ? ছবি: সংগৃহীত।

‘টশন’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল সইফ আলি খান ও করিনা কপূরের। কয়েক বছর সম্পর্কে থাকার পরে ২০১২ সালে বিয়ে সারেন তাঁরা। ১২ বছরের বেশি একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তারকাদম্পতি। এখন তাঁরা দুই সন্তান তৈমুর ও জেহ-র বাবা-মা। বি-টাউনে সইফ-করিনার রসায়ন নিয়ে প্রায়ই চর্চা হয়। সইফ সেই সময় করিনার প্রেমে পড়েছিলেন ঠিকই, তবে বিয়ের পরে তাঁর চোখে করিনার চেয়েও সুন্দরী হয়ে ওঠেন বলিউডের অন্য এক নায়িকা।

Advertisement

সে সময় কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সইফ আলি খান। তাঁর সঙ্গে ছিলেন শাহিদ কপূর। সেই অনুষ্ঠানে গিয়েই সৌন্দর্যের নিরিখে করিনার চেয়ে এগিয়ে রেখেছিলেন অন্য এক নায়িকাকে। সইফকে প্রশ্ন করা হয়েছিল, “কে বেশি সুন্দর— করিনা কপূর খান না কি ক্যাটরিনা কইফ?” সইফ সটান উত্তর দিয়েছিলেন, “ক্যাটরিনা কইফ।” কর্ণ ফের প্রশ্ন করেছিলেন, “পক্ষপাতিত্ব না করে উত্তর দিতে তুমি স্বচ্ছন্দ?” উত্তরে সইফ বলেছিলেন, “আমি খুবই পেশাদার মানুষ। তাই ক্যাটরিনার নামই বললাম।” সেই সময় সইফ তাঁর ছবি ‘ফ্যান্টম’-এর প্রচার করছিলেন। ক্যাটরিনার সঙ্গে সেই ছবিতে জুটি বেঁধেছিলেন অভিনেতা।

সইফের উত্তরে থেমে যাননি কর্ণ। ফের খোঁচা দিয়ে প্রশ্ন করেছিলেন, “তা হলে করিনার চেয়ে ক্যাটরিনা বেশি আবেদনময়ী ও সুন্দরী।” মজা করে সইফ বলেছিলেন, “আপনি কী বলছেন, আমি শুনতে পাচ্ছি না।” ফের কর্ণ খোঁচা দিয়ে বলেন, “এই হল আমাদের দেশের বিবাহিত পুরুষ। এরা কখনও নিজেদের স্ত্রীকে এক নম্বরে রাখে না।” সঙ্গে সঙ্গে সইফ বলেন, “করিনা অবশ্যই এক নম্বর।”

Advertisement

করিনা ও ক্যাটরিনার মধ্যে কে বেশি সুন্দর? এই প্রশ্ন শাহিদের কাছেও রেখেছিলেন কর্ণ। তখন উত্তরে শাহিদ বলেছিলেন, “আমার প্রিয় এক জনই— মীরা কপূর।” নিজের স্ত্রীর নামই নিয়েছিলেন অভিনেতা। এই শুনে কর্ণ ফের বলেছিলেন, “সইফ দেখলে, ও কিন্তু স্ত্রীর প্রতি দায়বদ্ধতা প্রমাণ করে দিল।” তখন সইফ জানিয়েছিলেন, দু’জনের পরিস্থিতি এক নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement