Saptarshi Maulik

Saptarshi-Sohini: ধারাবাহিকে যদি সোহিনীর ছেলের চরিত্রে অভিনয় করতে হয়, কী করবেন সপ্তর্ষি?

অভিনয় আর ব্যক্তিজীবন কোথাও কি মেলে? আনন্দবাজার অনলাইনের কাছে মন খুলে বললেন ‘এক্কা দোক্কা’-র নায়ক সপ্তর্ষি মৌলিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৪:৪৬
Share:

অভিনয় আর ব্যক্তিজীবন কোথাও কি মেলে?

এক দিকে নান্দীকারের মঞ্চ, আর এক দিকে ছোট কিংবা বড়পর্দা। অভিনয় যেখানে, সেখানেই সপ্তর্ষি মৌলিক। এটাই তিনি সবচেয়ে ভাল পারেন, বুঝেছিলেন ২০১২ সালে। মনে মনে অভিনয়ের ইচ্ছে নিয়ে নান্দীকারের কর্মশালায় এসে পড়েছিলেন তখন। আর ফেরেননি। পরিবার গড়েছেন রুদ্রপ্রসাদ-স্বাতীলেখার কন্যা সোহিনী সেনগুপ্তর সঙ্গে। পাশাপাশি বাড়ি মাতিয়ে রেখেছে তাঁদের সন্তানসম ছয় সারমেয়।

Advertisement

তবে লকডাউনে থিয়েটার যখন মুখ থুবড়ে পড়েছিল, বাঁচিয়েছিল পর্দাই। আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় সপ্তর্ষি জানান, ধারাবাহিকে ছিলেন বলে রোজ অভিনয়টা করতে পেরেছেন। তার পর ‘শ্রীময়ী’ শেষ হতে বড় বিরতি নিয়েছেন। এখন আবার নতুন প্রস্তুতি। দুই ডাক্তারি পড়ুয়ার রেষারেষি নিয়ে শুরু হতে চলা ধারাবাহিক ‘এক্কা দোক্কা’-র নায়ক সপ্তর্ষি। বিপরীতে সোনামণি সাহা।

নিজে পড়াশোনায় ততটা ভাল না হলেও এখন ডাক্তারির ছাত্র হতে কেমন লাগছে? আবার পড়াশোনা করতে হচ্ছে নাকি? সপ্তর্ষি জানান, মানুষ পোখরাজকে বোঝার চেষ্টা করছেন, সেটাই তাঁর কাজ। তবে ডাক্তারি একেবারেই যে বুঝতে হচ্ছে না, তা-ও নয়। অভিনেতার কথায়, ‘‘লীনাদি আর শৈবালদা এমন ভাবে ব্রিফ করে যে, ছোট্ট অংশ থেকেই চরিত্র সম্পর্কে বড় ধারণা পাই। বুঝতে পারি, এই চরিত্র কী চাইছে। এই যেমন রোগী দেখার ক্ষেত্রে ডাক্তারের তৎপরতা, সহমর্মিতা, অপারেশন থিয়েটারের পরিবেশ, এই সব হয়তো আমাকে বুঝতে হবে। তা ছাড়া ডাক্তারি পরীক্ষায় ফার্স্ট হওয়ার উত্তেজনাটা তো আছেই! সেটাও যেন পাচ্ছি চরিত্র হতে গিয়ে।’’

Advertisement

সোনামণির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? জিজ্ঞেস করতে সপ্তর্ষির সরস মন্তব্য, ‘‘সে তো জনপ্রিয় মুখ! আমার মতো নয়। প্রচুর ভক্ত-অনুরাগী ওর। আজকাল লোকে আমায় গুচ্ছ গুচ্ছ ট্যাগ করছে দেখি, সবাই ওর ফ্যান। মজাই লাগছে বেশ। আমি আবার নেটমাধ্যমে এত অ্যাক্টিভ নই! আমার এত ভক্তও নেই।’’

নতুন নায়িকাকে নিয়ে সোহিনী কি একটুও ঈর্ষান্বিত? সপ্তর্ষির জবাব, ‘‘আরে আমরা তো খুব মজা করি এগুলো নিয়ে। সুন্দরী মেয়ে দেখলে সোহিনী আমাকে ডেকে দেখায়, কোনও ছেলেকে পছন্দ হলে সেটাও আমাকে বলে।’’

কোনও ধারাবাহিকে সোহিনীর ছেলের চরিত্র করার প্রস্তাব আসলে করবেন? সপ্তর্ষির তৎক্ষণাৎ উত্তর, ‘‘কেন নয়? আমরা পেশাদার অভিনেতা। এ সব নিয়ে আমাদের কোনও ট্যাবু নেই। তবে কেউ যদি বলে রিয়্যালিটি শোতে এসে ব্যক্তিগত জীবন যাপন করতে, সেটা নিশ্চয়ই পারব না। অভিনয়ের বাইরে আমরা নিজেদের মতো থাকতেই স্বচ্ছন্দ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement