গৌরীর প্রেম আমিরের জীবনে শান্তি এনেছে! ছবি: সংগৃহীত।
৬০ বছর বয়সে ফের প্রেমে পড়েছেন আমির খান। নিজের জন্মদিনে সেই সুখবর দিয়েছিলেন। একসময় ভেবেছিলেন, এ জীবনে আর প্রেম হবে না। তার পরে তাঁর জীবনে আসেন গৌরী স্প্র্যাট। কেমন সেই অনুভূতি? সম্প্রতি এক আলোচনাসভায় জানালেন অভিনেতা।
গৌরীর আগে রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্যে ছিলেন আমির। কিরণের সঙ্গে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। তার পরে প্রেম হওয়ার সম্ভাবনাও খুঁজে পাননি। তখন বেঙ্গালুরুনিবাসী গৌরীর সঙ্গে আমিরের আলাপ। বলিতারকার কথায়, “ও আমার জীবনে অনেক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছে। সত্যিই অসাধারণ মানুষ ও। আমি সৌভাগ্যবান, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল।”
প্রাক্তন স্ত্রীদের নিয়েও কথা বলেন আমির। বিচ্ছেদ হয়ে গেলেও এখনও রয়েছে সুসম্পর্ক। তিনি বলেন, “আমার বিয়ে হয়তো টেকেনি। কিন্তু রিনা ও কিরণের সঙ্গে এই জীবনে দেখা হয়েছে বলেও নিজেকে সৌভাগ্যবান মনে করি। আর এ বার দেখা হয়েছে গৌরীর সঙ্গে। এরা প্রত্যেকেই আমার জীবনে বড় ভূমিকা পালন করেছে।”
বিয়ে ভেঙে যাওয়া মানেই সম্পর্ক থাকবে না, এই ভাবনায় বিশ্বাসী নন আমির। এখনও রিনা ও কিরণকে নিজের পরিবার বলেই মনে করেন তিনি। তাঁর স্বীকারোক্তি, “স্বামী-স্ত্রী হিসাবে আমরা সফল নই মানে, আমরা মানুষ হিসাবেও অসফল থাকব, এমন তো নয়। রিনার প্রতি আমার মনে অগাধ ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে। একই অনুভূতি কিরণের জন্যও। স্বামী-স্ত্রী নই আমরা, কিন্তু আমরা এখনও একটা পরিবার। রিনা আর ওর বাবা-মা এবং কিরণ আর ও বাব-মা, আর আমার বাবা-মা সকলেই একটা বড় পরিবারের অংশ।”