Nachiketa Chakraborty

রাতে আচমকা অসুস্থ নচিকেতা, বুকে বসেছে দু’টি স্টেন্ট! এখন কেমন আছেন গায়ক?

অসুস্থতার জন্য বরাবরই খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতেন। কিন্তু সম্প্রতি পর পর গানের অনুষ্ঠানে শারীরিক চাপ পড়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:৩২
Share:

অসুস্থ নচিকেতা। ছবি: সংগৃহীত।

অসুস্থ নচিকেতা চক্রবর্তী। শনিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তার পরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Advertisement

পর পর বেশ কয়েকদিন গানের অনুষ্ঠান করছিলেন নচিকেতা। ধকল যাচ্ছিল গত কয়েক দিন ধরে। সূত্রের খবর, শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি শুরু হয় ৬১ বছরের গায়কের। রাত দুটো নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তাঁর। যার ফলে বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন গায়কের অবস্থা স্থিতিশীল।

কিছু অসুস্থতা থাকলেও, হৃদ্‌রোগ আগে ছিল না নচিকেতার। জানিয়েছেন গায়কের ঘনিষ্ঠ সূত্র। অসুস্থতার জন্য বরাবরই খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখতেন। কিন্তু সম্প্রতি পর পর গানের অনুষ্ঠানে শারীরিক চাপ পড়েছে বলে জানা গিয়েছে। রবিবারও আসানসোলে একটি অনুষ্ঠান ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

Advertisement

নচিকেতা ও তাঁর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর মেলেনি।

উল্লেখ্য, চলতি বছর দুর্গাপুজোর একটি উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন নচিকেতা। সেই দিন গায়কের স্বাস্থ্য নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তখন গায়ককে প্রায় কড়া গলায় ভাল করে খাওয়াদাওয়া করার পরামর্শ দেন তিনি। কেন এত রোগা হয়ে যাচ্ছেন, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। আনন্দবাজার ডট কম-কে নচিকেতা জানিয়েছিলেন, তিনি মোটেই খাদ্যরসিক নন। খেতে তেমন ভালই লাগে না। নচিকেতা বলেছিলেন, “অনেক কিছু খেতে বলেছেন উনি। বিশেষত কিউই ও ব্লু-বেরি বেশি করে খেতে বলেছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement