জম্মুর অবস্থা নিয়ে আক্ষেপ আলি গনির। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নিজের বাড়ির সামনে রাস্তার অবস্থা দেখে বিরক্ত আলি গনি। সরকারের উদ্দেশে ক্ষোভ উগরে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের অভিনেতা। সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে দীর্ঘ পোস্ট করলেন তিনি।
জম্মুর রাস্তাঘাটের পরিকাঠামোর ‘দুর্গতি’ দেখে ক্ষুব্ধ আলি গনি। কী ভাবে নিয়মিত এই রাস্তায় যাতায়াত করবে মানুষ, প্রশ্ন তুলেছেন আলি। নিজের বাড়ির এলাকার ভাঙাচোরা রাস্তার ছবি প্রকাশ্যে এনে আলি বলেন, “সরকার না থাকলে যা হয়! জম্মু শহরে আপনাদের স্বাগত। হা-হা! বড় বড় প্রতিশ্রুতি রয়েছে। অথচ ফলাফল এই!”
গত তিন বছর ধরে রাস্তার অবস্থা এমনই বলে জানিয়েছেন আলি। বার বার অভিযোগ জানিয়েও কোনও উন্নতি হয়নি বলে তাঁর বক্তব্য। তাই এ বার সমাজমাধ্যমে সমস্যার কথা তুলে ধরে অভিনেতা লিখেছেন, “আমার শহরের অবস্থা হল এই! লোকে প্রশ্ন করে, সরকারের কী দরকার? কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই তো ঠিক আছে।”
আলি জানিয়েছেন, কারও সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত সমস্যা নেই। কোনও রাজনৈতিক দলের সঙ্গেও তাঁর কোনও সমস্যা নেই। তিনি শুধু চান, তাঁর এলাকার উদ্ভূত সমস্যাগুলির সমাধান হোক। আলি বিশ্বাস করেন, তাঁর এলাকার প্রতিটি মানুষেরও একই চাহিদা। আলির আক্ষেপ, “বছরের যে কোনও সময়েই আমাদের বাড়ির সামনে আসবেন, এমনই বেহাল রাস্তা দেখতে পাবেন। আশপাশের লোকজনদের বলি, ‘আপনারা অভিযোগ জানাচ্ছেন না কেন?’ ওঁরা বলেন, ‘কার কাছে অভিযোগ জানাব?’ ৭-৮ বছর আগে ওঁরা স্থানীয় বিধায়ক রমন ভল্লাকে জানিয়েছিলেন। কিন্তু এখন কাকে জানাবেন! যাঁদের কাছে গিয়ে আমরা সমস্যার কথা জানাই, তাঁরা কাজটাই করেন না।”
উল্লেখ্য, ‘বিগ বস্’ এবং ‘খতরোঁ কে খিলাড়ি’র অতি পরিচিত মুখ আলি গনি। ছোটপর্দাতেও রয়েছে তাঁর বেশ কিছু কাজ। ‘ইয়ে কঁহা আ গয়ে হম’, ‘সাথ নিভানা সাথিয়া’র মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।