Anil Kapoor

‘ভারত কিছু ভোলে না, ভারত ক্ষমা করে না’, এই মন্তব্য করতেই কটাক্ষের শিকার অনিল কপূর

‘অপারেশন সিঁদুর’-এর পরে উত্তপ্ত হয় ভারত-পাকিস্তান সীমান্ত। এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৮:৪৭
Share:

মুখ খুলতেই রোষানলে অনিল। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের ১৫ দিনের মাথায় পাক জঙ্গি ঘাঁটির উপরে প্রত্যাঘাত হেনেছিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে সেই অভিযানের জয়জয়কার হয় দেশের সর্বত্র। সেই ঘটনার এক সপ্তাহ পরে মুখ খুলে কটাক্ষের শিকার হলেন অনিল কপূর।

Advertisement

‘অপারেশন সিঁদুর’-এর পরে বলিউডের প্রথম সারির অভিনেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে অনিল তাঁর সমাজমাধ্যমে লিখলেন, “যেটা করার দরকার ছিল, সেটা করা হয়েছে। কোন পরিবারের সদস্যদের মধ্যে মন কষাকষি হয় না! কিন্তু এটা দেশের বিষয়। তাই আমরা সকলে একসঙ্গে ছিলাম, আছি ও থাকব।”

‘অপারেশন সিঁদুর’-এর পরে উত্তপ্ত হয় ভারত-পাকিস্তান সীমান্ত। এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনিল। তিনি লিখেছেন, “সশস্ত্র বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা সাহসের সঙ্গে আমাদের রক্ষা করেছেন। ভারত কিন্তু কিছু ভুলে যায় না। ভারত ক্ষমাও করে না। জয় হিন্দ। ভারতীয় সেনার জয় হোক।”

Advertisement

এই মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছে অনিল কপূর। নিন্দকদের মতে, হঠাৎ এত দিন পরে ভারতীয় সেনার কথা মনে পড়েছে বলি তারকার। একজন লিখেছেন “এক সপ্তাহ পরে বলিউডের তারকারা জেগে উঠেছেন। নিজেদের ভাবমূর্তি বাঁচানোর জন্য এখন মুখ খুলছেন।” আর একজন লিখেছেন, “আপনাকে অভিনন্দন। আপনি জেগেছেন। এত দিন পরে আপনারা মন্তব্য করছেন।” ব্যঙ্গ করে একজন লিখেছেন, “আরে আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া দিয়েছেন।” এই একই কটাক্ষের শিকার হয়েছেন কুণাল খেমুও। তিনিও ‘অপারেশন সিঁদুর’-এর এক সপ্তাহ পরে মুখ খোলায় সমালোচিত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement