New Parent Sudip-Anindita

অনিন্দিতা-সুদীপের ঘরে এল ‘রানি’, রাজপাট ধরে রাখতে মার্শাল আর্ট শিখবে মেয়ে?

অস্কারের সকালে খুশির খবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দম্পতি। ঘরে মেয়ে আসায় আনন্দে উচ্ছ্বল সুদীপ-অনিন্দিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১০:১১
Share:

অনিন্দিতা রায়চৌধুরী-সুদীপ সরকারের কোলে ‘রানি’ এল। ছবি: ফেসবুক।

‘মেয়ে হয়েছে গো মেয়ে...’ পরিচালক শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা এই ভঙ্গিতেই কন্যা সন্তানের জন্মের খবর শুনিয়েছিলেন। সোমবার, সপ্তাহের প্রথম দিনে ঠিক একই ভঙ্গিতে মেয়ে হওয়ার খবর ভাগ করে নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। অস্কারের সকালে সুদীপ সরকারের বাড়িতে ‘রানি’ এল, সমাজমাধ্যমে আনন্দে ফেটে পড়ে জানিয়েছেন নতুন মা। একই অনুভূতি সদ্য বাবা হওয়া অভিনেতা সুদীপেরও। মা-বাবাকে নিয়ে তিনি তখন হাসপাতাল থেকে বেরোচ্ছেন। আনন্দবাজার অনলাইনকে বললেন, “আমার বাবা মেয়ে চেয়েছিল। বদলে আমি হয়েছি। বাড়িতে একটাও মেয়ে নেই। খুবই আক্ষেপ ছিল। অনিন্দিতা সেই অভাব পূরণ করে দিল। কী যে ভাল লাগছে!”

Advertisement

মা-মেয়ে কেমন আছেন? উত্তরে সুদীপ জানান, দু’জনেই সুস্থ, ভাল আছেন। অনেক ধকল গিয়েছে অনিন্দিতার উপর দিয়ে। এ বার বিশ্রাম নেওয়ার পালা। আপাতত মেয়েকে নিয়ে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। এখনও সদ্যোজাতের নাম ঠিক করা হয়নি। সুদীপ বলেন, “আজ আমাদের বাড়িতে ছোটখাটো উৎসব। অনিন্দিতাও ভীষণ খুশি। আজ যাঁরাই আসবেন তাঁদেরই মিষ্টিমুখ করাব।” ইতিমধ্যেই খুশি খবর ছড়িয়ে পড়েছে টেলিপাড়ায়। “তা হলে মাসি হলাম...”, লিখে শুভেচ্ছা জানিয়েছেন মানালি দে। নতুন মা-বাবাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, মিশমি দাস, শ্রুতি দাস, শার্লি মোদক, দিব্যাণী মণ্ডল এবং আরও অনেকে।

সময়টা একুশ শতক। তবু কোনও কোনও পরিবারে প্রথম সন্তান মেয়ে হলে এত খুশি হন না। আবার আজও যে ভাবে নারী বঞ্চনা, অত্যাচারের শিকার, তাতে কন্যাসন্তান হলে মা-বাবা, পরিবারের বাকিদের কপালে ভাঁজ পড়ে— প্রসঙ্গ উঠতেই এই অনুযোগ মেনে নেন সুদীপ। বলেন, “আমরা কিন্তু মন থেকেই খুশি। একই ভাবে আমাদের দায় আরও বাড়ল। পৃথিবীকে এক কন্যা সন্তানের বসবাসের উপযুক্ত করে গড়া তোলার।” অভিনেতা জানিয়েছেন, সমাজ বদলে দেওয়ার ক্ষমতা তাঁরা রাখেন না। তবে চেষ্টার অন্ত থাকবে না। এ-ও ঠিক করেছেন, মেয়েকে আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement