Entertainment News

ভাস্বর ৫০টি ‘বিয়ে’ করলেন!

এই ৫০টি বিয়ের আসল গল্পটা কী? ভাস্বর বললেন, ‘‘এই মুহূর্তে আমি দু’টো মেগায় কাজ করছি। ‘আমলকি’ এবং ‘বাজল তোমার আলোর বেণু’। ‘আমলকি’তে আমার বিয়ের গল্প দেখানো হবে। মঙ্গলবার বিয়ের কিছুটা শুটিং করলাম। এখনও বাকি আছে। এটা অন স্ক্রিন আমার ৫০তম বিয়ে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩০
Share:

ভাস্বরের বিয়ের এই হাফ সেঞ্চুরি অন স্ক্রিন। নিজস্ব চিত্র।

ভাস্বর চট্টোপাধ্যায়। বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। সিনেমাতেও তিনি সমান স্বচ্ছন্দ। সেই অভিনেতা নাকি ৫০টি বিয়ে করলেন।

Advertisement

না, এর মধ্যে কোনও গসিপ খুঁজবেন না। কারণ ভাস্বরের বিয়ের এই হাফ সেঞ্চুরি অন স্ক্রিন। অফ স্ক্রিনের গল্প একেবারে আলাদা। সেখানে তিনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন।

তাহলে এই ৫০টি বিয়ের আসল গল্পটা কী? ভাস্বর বললেন, ‘‘এই মুহূর্তে আমি দু’টো মেগায় কাজ করছি। ‘আমলকি’ এবং ‘বাজল তোমার আলোর বেণু’। ‘আমলকি’তে আমার বিয়ের গল্প দেখানো হবে। মঙ্গলবার বিয়ের কিছুটা শুটিং করলাম। এখনও বাকি আছে। এটা অন স্ক্রিন আমার ৫০তম বিয়ে।’’

Advertisement

১৯৯৮ থেকে অভিনয় জীবন শুরু ভাস্বরের। তবে অন স্ক্রিন বিয়ের পর্ব এসেছে ২০০৩ নাগাদ। এটা ২০১৮। অর্থাৎ ১৫ বছরে ৫০টি বিয়ে। হিসেবটা শুনে ভাস্বর হেসে বললেন, ‘‘শুনতে কিন্তু মন্দ লাগছে না।’’

আরও পড়ুন: সুবান-তিয়াশার ‘লড়াই’! কী হল দম্পতির?

আরও পড়ুন: আমাকে সারাক্ষণ সুন্দর দেখতে লাগবে? সোজাসাপ্টা লিখলেন স্বস্তিকা

অন স্ক্রিন এত বার বিয়ে করেছেন? সব থেকে বেশি কোন নায়িকার সঙ্গে বিয়ে করেছেন? ভাস্বরের উত্তর, ‘‘সোনালি চৌধুরী। সোনালির সঙ্গেই আমি সিরিয়ালে বেশি বিয়ে করেছি।’’

মেগার পাশাপাশি ছবির কাজও করছেন ভাস্বর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় সৌমিক সেনের পরিচালনায় ‘মহালয়া’ ছবির শুটিং শেষ করেছেন। অন্যদিকে রঞ্জন ঘোষের পরিচালনায় ঋতুপর্ণা সেনগুপ্তের হাউসের ছবি ‘আহা রে’ ছবির কাজও শেষ। তবে মূলত ভাস্বরের দৈনন্দিন এই মুহূর্তে মেগা-কেন্দ্রিক। ভাল চিত্রনাট্য পেলে ফের সিনেমা করবেন বলে জানালেন অভিনেতা।

(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে। )

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement