Cyber Crime With Chandan Sen

একাধিক ভুয়ো ‘প্রোফাইল’! মহিলাদের কাছে বার্তা, খ্যাতি হাড়ে হাড়ে টের পাচ্ছি, দাবি চন্দনের

সমাজমাধ্যমে একটাও অ্যাকাউন্ট নেই তাঁর। অথচ, তাঁর বন্ধুদের কাছে বন্ধুত্বের ডাক পৌঁছে যাচ্ছে! কী ঘটছে চন্দন সেনের সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৩:১৭
Share:

সাইবার প্রতারণার খপ্পরে চন্দন সেন। ফাইল চিত্র।

জনপ্রিয়তার দাপটে জীবিত অভিনেতার ‘মৃত্যু’র খবর ভাইরাল হয়। কখনও প্রেমের কিস্‌সাও দানা বাঁধে। তা বলে সমাজমাধ্যমে একটা নয়, তিন-তিনটে ভুয়ো ‘অ্যাকাউন্ট’ চন্দন সেনের নামে! অভিনেতা নিজেও হতচকিত। আনন্দবাজার ডট কম-এর কাছে দাবি, জনপ্রিয়তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

Advertisement

মঙ্গলবার থেকে পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির শুটিং শুরু করেছেন। নায়ক জিতের বিশেষ সহকারী তিনি। শুটিংয়ের ফাঁকেই জানালেন, সমাজমাধ্যমে কোনও দিনই নেই তিনি। বললেন, “হোয়াটস্‌অ্যাপ ছাড়া আর কিছুই ব্যবহার করি না।” সেই তিনিই নাকি ফেসবুকে তিনটি ‘অ্যাকাউন্ট’ খুলে ফেলেছেন। জানিয়েছেন তাঁর পরিচালক বন্ধু বৌদ্ধায়ন মুখোপাধ্যায়, অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়-সহ অনেকেই। তাঁদের কাছে চন্দনের নামে খোলা একাধিক ভুয়ো ‘অ্যাকাউন্ট’ থেকে নাকি বন্ধুত্বের বার্তাও গিয়েছে।

শুনে শুরুতে হকচকিয়ে গিয়েছিলেন চন্দন। তবে বিষয়টি সামলে নিয়েছেন। বললেন, “এর আগে এ রকম একটি ভুয়ো ‘অ্যাকাউন্ট’ তৈরি হয়েছিল। শান্তিলালের ছেলে ঋতব্রত সেটা বন্ধ করে দিয়েছিল। এ বার তো শুনছি তিনটে!” শুধু বন্ধুত্বের ডাক পাঠানোই নয়, চন্দনের পরিচিত মহিলাদেরও নাকি বার্তা পাঠানো হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট থেকে। এখানেই অস্বস্তি অভিনেতার।

Advertisement

খবর, ব্যাপারটি থামাতে ইতিমধ্যেই তিনি যোগাযোগ করেছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ অলোক সান্যালকে। তিনি বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব নিয়েছেন।

একজন অভিনেতার তিনটি ভুয়ো অ্যাকাউন্ট! কতটা জনপ্রিয় হলে এই কাণ্ড ঘটে? প্রশ্নের জবাবে রসিকতা করতে ছাড়েননি চন্দনও। তাঁর কথায়, “আমায় নিয়ে কোনও খবর ছাপা হলে মন্তব্য বিভাগে গালমন্দের ছড়াছড়ি। আমার বন্ধুরাই ছবি তুলে দেখিয়েছেন। তখনই টের পাই, আমি কত জনপ্রিয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement