Chiranjeevi

Chiranjeevi: ছবির বাজারে মন্দা? দক্ষিণী তারকা চিরঞ্জীবীও কি নাম বদলে ফেললেন!

দক্ষিণী তারকা চিরঞ্জীবী তাঁর নামের সঙ্গে একটি অতিরিক্ত অক্ষর যোগ করেছেন। সংখ্যাতত্ত্বই কি এর পিছনে মূল কারণ?

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১২:০৮
Share:

‘গডফাদার’-এর ঝলক হইচই ফেলল

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে মোহন রাজা পরিচালিত ‘গডফাদার’ -এর প্রথম ঝলক। যাতে অভিনয় করেছেন দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী। ভিডিয়োতে নাম-তালিকার শুরুতে চিরঞ্জীবীর নামের সঙ্গে অতিরিক্ত ‘ই’ (Chiranjeevi) জোড়া হয়েছে। যা দৃষ্টি আকর্ষণ করতেই হইচই! তবে কি সংখ্যাতত্ত্বের শরণ নিলেন অভিনেতা? কেরিয়ারে ভাগ্যের চাকা ঘোরাতে?

Advertisement

সংখ্যাতত্ত্ববিদের পরামর্শ নিয়ে বিনোদন জগতে অনেকেই নামের বানান পরিবর্তন করেন। বলা হয়, নামের বানান পরিবর্তন করলে সাফল্য আসবে। উদাহরণ হিসাবে অনেকের কথাই বলা যায়। যেমন, সাই ধরম তেজ এখন শুধু সাই তেজ লেখেন। নিতিন তাঁর নামের সঙ্গে একটি অতিরিক্ত ‘আই’ ( Nitiin) যোগ করেছেন। এমনকি, মডেল তারকা উরফিও সম্প্রতি কাজ পাওয়ার আশায় নামের মাঝে অতিরিক্ত ‘o’ যোগ করে উওরফি (Uorfi) হয়েছেন। এ বার মেগাস্টার চিরঞ্জীবীও সেই পথ নিলেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

দক্ষিণের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিরঞ্জীবীর শেষ দুটি ছবি, ‘সায়ে রা নরসিমহ রেড্ডি’ এবং ‘আচার্য’ বক্স অফিস মাতাতে ব্যর্থ হওয়ার পরই সংখ্যাতত্ত্বের পথ বেছে নিয়েছেন অভিনেতা। তবে ‘গডফাদার’-এর ঝলকের শেষ দিকে চিরঞ্জীবীর নামের বানান স্বাভাবিকই রাখা হয়েছে। সে ক্ষেত্রে এটা নির্মাতাদের ভুল কি না, সে সংশয়ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

জানা গিয়েছে, ‘গডফাদার’ মালয়ালম ছবি ‘লুসিফার’-এর রিমেক,যাতে মোহনলাল প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২২ এর ৫ অক্টোবর মুক্তি পাবে নতুন ছবিটি। চিরঞ্জীবী ছাড়াও সেখানে অভিনয় করেছেন সলমন খান, নয়নতারা এবং সত্য দেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন