টাইগার আর দিশার জন্য পার্টি

বড়সড় পার্টি তোলা থাকলেও টাইগার ও দি‌শার জন্য একটা ঘরোয়া আড্ডা-খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন তাঁদেরই বন্ধু ড্যানি ডেনজোংপার ছেলে রিনজিং। আর সেখানে বলিউডের এই নতুন জুটি ছাড়াও হাজির ছিলেন তাঁদের খুব কাছের কয়েক জন বন্ধুও। তার পর নাকি সারা রাত ধরে জমিয়ে হয়েছিল সেই পার্টি।

Advertisement

টাইগার-দিশা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০২:০২
Share:

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘বাগী টু’ হিট হওয়ার আনন্দে টাইগার শ্রফ আর দিশা পাটনি এবং তাঁর ইন্ডাস্ট্রির অন্যান্য বন্ধুদের জন্য এক এলাহি পার্টির আয়োজন করেছিলেন। বলিউডের অনেক নামী মুখেরই সেখানে নিমন্ত্রণ ছিল। কিন্তু পার্টির আগে প্রিয় বন্ধু সলমন খানের জেলযাত্রার কারণে সেই পার্টি বাতিল করে দেন সাজিদ। মুষড়ে পড়েন সকলেই।

Advertisement

বড়সড় পার্টি তোলা থাকলেও টাইগার ও দি‌শার জন্য একটা ঘরোয়া আড্ডা-খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন তাঁদেরই বন্ধু ড্যানি ডেনজোংপার ছেলে রিনজিং। আর সেখানে বলিউডের এই নতুন জুটি ছাড়াও হাজির ছিলেন তাঁদের খুব কাছের কয়েক জন বন্ধুও। তার পর নাকি সারা রাত ধরে জমিয়ে হয়েছিল সেই পার্টি।

শোনা যাচ্ছে, সে দিনের মেনুতে নাকি ছিল টাইগারের পছন্দের সব খাবার। নায়কের প্রিয় হরেক স্বাদের আইসক্রিমও নিশ্চয়ই ছিল সেখানে! সত্যি, একেই বলে বন্ধুভাগ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement